Wednesday, January 8, 2025

মুর্শিদাবাদ জেলার পরিচয় – Murshidabad District, West Bengal

Explanation of Murshidabad District in Bengali (West Bengal)

Share

Explanation of Murshidabad District in Bengali

মুর্শিদাবাদ জেলা (Murshidabad District)


পশ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযােগ্য জেলা হল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা মালদা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। উল্লেখযােগ্য নদীবাঁধ ফারাক্কা বাঁধ এই জেলায় অবস্থিত। এই জেলা পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে নবম এবং গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে।

মানচিত্র


মুর্শিদাবাদ জেলার মানচিত্র (Map of Murshidabad District)
মুর্শিদাবাদ জেলার মানচিত্র (Map of Murshidabad District)
Murshidabad District
পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রে মুর্শিদাবাদ জেলার অবস্থান (Murshidabad District Map)

স্থাপিত


মুর্শিদাবাদ জেলাটি স্থাপিত হয় ১৭ই আগস্ট ১৯৪৭ সালে।

আয়তন


মুর্শিদাবাদ জেলার মোট আয়তন ৫,৩২৪ বর্গ কিলােমিটার।

জনসংখ্যা


২০১১ সালের আদমশুমারি অনুসারে মুর্শিদাবাদ জেলার মােট জনসংখ্যা ৭১,০২,৪৩০ জন।

  • মহিলা জনসংখ্যা – ৩৪,৭২,৮৩৫ জন
  • পুরুষ জনসংখ্যা – ৩৬,২৯,৫৯৫ জন
  • লিঙ্গানুপাত – ৯৫৭ জন মহিলা/১০০০ জন পুরুষ
  • জনঘনত্ব – ১৩৩৪/বর্গ কিমি
  • সাক্ষরতার হার – ৬৩.৮৮%
  • পুরুষ সাক্ষরতার হার – ৬১.২৫%
  • মহিলা সাক্ষরতার হার – ৫৫.০৪%
  • শিশু লিঙ্গ অনুপাত – ৯৬৩ জন
  • গ্রামীন অধিবাসিগণ (%) – ৮০.২২%
  • শহরের জনসংখ্যা (%) – ১৯.৭৮%
মুর্শিদাবাদ জেলার মানুষ (People of Murshidabad district)
মুর্শিদাবাদ জেলার মানুষ (People of Murshidabad district)

সীমানা


ভৌগলিক অবস্থানগত দিক থেকে মুর্শিদাবাদ জেলার উত্তর সীমান্তে রয়েছে মালদহ জেলা, দক্ষিণ সীমান্তে রয়েছে বর্ধমান ও নদীয়া জেলা, পূর্বে বাংলাদেশ রাষ্ট্র এবং পশ্চিমে রয়েছে বীরভূম জেলা।

নামকরণ ও ইতিহাস


মুর্শিদাবাদ জেলাটির নামকরণ করা হয়েছে বাংলার নবাব মুর্শিদ কুলি খানের নাম অনুসারে। নবাবী আমলে মুর্শিদাবাদ বাংলার প্রশাসনিক কেন্দ্র ছিল। পরবর্তীতে দেশভাগের পর ১৭ই আগস্ট ১৯৪৭ সালে এটি মুর্শিদাবাদ জেলা হিসাবে গঠিত হয়।

প্রশাসনিক বিভাগ


জেলা সদর : মুর্শিদাবাদ জেলার জেলা সদর হল বহরমপুর।

মহকুমা : মুর্শিদাবাদ জেলার মহকুমা ৫টি, এগুলি হল –

  • বহরমপুর মহকুমা,
  • ডােমকল মহকুমা,
  • লালবাগ মহকুমা,
  • কাঁন্দি মহকুমা ও
  • জঙ্গীপুর মহকুমা।

পৌরসভা : মুর্শিদাবাদ জেলার পৌরসভা ৮টি, এগুলি হল –

  • বেলডাঙ্গা পৌরসভা,
  • বহরমপুর পৌরসভা,
  • ধুলিয়ান পৌরসভা,
  • জঙ্গীপুর পৌরসভা,
  • জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা,
  • ডোমকল পৌরসভা,
  • কান্দি পৌরসভা ও
  • মুর্শিদাবাদ পৌরসভা।

ব্লক : মুর্শিদাবাদ জেলার ব্লক সংখ্যা হল ২৬টি, এগুলি হল –

  • ফারাক্কা,
  • রঘুনাথগঞ্জ-১,
  • রঘুনাথগঞ্জ-২,
  • সাগরদীঘি,
  • সামশেরগঞ্জ,
  • সুতি-১,
  • সুতি-২,
  • বেলডাঙা-১,
  • বেলডাঙা-২,
  • বহরমপুর,
  • হরিহরপাড়া,
  • নওদা,
  • ভরতপুর-১,
  • ভরতপুর-২,
  • বারওয়ান,
  • কান্দি,
  • খড়গ্রাম,
  • ভগবানগোলা-১,
  • ভগবানগোলা-২,
  • লালগোলা,
  • মুর্শিদাবাদ জিয়াগঞ্জ,
  • নবগ্রাম,
  • জলঙ্গি,
  • রাণীনগর-১,
  • রাণীনগর-২
  • ডোমকল

পঞ্চায়েত সমিতি : মুর্শিদাবাদ জেলায় ২৬টি পঞ্চায়েত সমিতি রয়েছে।

গ্রাম পঞ্চায়েত : মুর্শিদাবাদ জেলায় রয়েছে ২৫০টি গ্রাম পঞ্চায়েত।

জেলা পরিষদ : মুর্শিদাবাদ জেলার জেলাপরিষদের সংখ্যা ১টি।

গ্রাম : মুর্শিদাবাদ জেলায় রয়েছে ১,৮৮৬টি গ্রাম।

থানা : মুর্শিদাবাদ জেলায় মােট থানা রয়েছে ২৮টি।

লােকসভা কেন্দ্র : মুর্শিদাবাদ জেলায় লােকসভা কেন্দ্র রয়েছে ৩টি, এগুলি হল –

  • জঙ্গিপুর লােকসভা কেন্দ্র (০৯),
  • বহরমপুর লােকসভা কেন্দ্র (১০) ও
  • মুর্শিদাবাদ লােকসভা কেন্দ্র (১১)।

বিধানসভা কেন্দ্র : মুর্শিদাবাদ জেলায় বিধানসভা কেন্দ্র রয়েছে ২২টি, এগুলি হল –

  • ফারাক্কা বিধানসভা কেন্দ্র (৫৫),
  • সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র (৫৬),
  • সুতি বিধানসভা কেন্দ্র (৫৭),
  • জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র (৫৮),
  • রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্র (৫৯),
  • সাগরদিঘি বিধানসভা কেন্দ্র (৬০),
  • লালগোলা বিধানসভা কেন্দ্র (৬১),
  • ভগবানগোলা বিধানসভা কেন্দ্র (৬২),
  • রাণীনগর বিধানসভা কেন্দ্র (৬৩),
  • মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র (৬৪),
  • নবগ্রাম বিধানসভা কেন্দ্র (৬৫),
  • খড়গ্রাম বিধানসভা কেন্দ্র (৬৬),
  • বড়য়া বিধানসভা কেন্দ্র (৬৭),
  • কান্দি বিধানসভা কেন্দ্র (৬৮),
  • ভরতপুর বিধানসভা কেন্দ্র (৬৯),
  • রেজিনগর বিধানসভা কেন্দ্র (৭০),
  • বেলডাঙা বিধানসভা কেন্দ্র (৭১),
  • বহরমপুর বিধানসভা কেন্দ্র (৭২),
  • হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র (৭৩),
  • নওদা বিধানসভা কেন্দ্র (৭৪),
  • ডোমকল বিধানসভা কেন্দ্র (৭৫)
  • জলঙ্গি বিধানসভা কেন্দ্র (৭৬)

দাপ্তরিক ওয়েবসাইট : https://murshidabad.gov.in/

ভূ-প্রকৃতি


পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যভাগে অবস্থিত অনেকটা ত্রিভূজের অনুরূপ আকৃতিবিশিষ্ট মুর্শিদাবাদ জেলার প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাটিকে পূর্ব-পশ্চিমে বিভক্ত করেছে। এই জেলার পূর্বভাগ বাগড়ি ও পশ্চিমভাগ রাঢ় নামে পরিচিত। এই জেলার রাঢ় অঞ্চল কোথাও উঁচু নীচু কোথাও সমতল, শুষ্ক জলবায়ুযুক্ত, ধূসর বা লাল রঙের কাদা মৃত্তিকাময়। অন্যদিকে বাগড়ি অঞ্চল পলিগঠিত, বন্যাপ্লাবিত, নীচু, আর্দ্র জলবায়ুযুক্ত, অতি উর্বর।

নদ-নদী


মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযােগ্য নদীগুলি হল গঙ্গা নদী, পদ্মা নদী, ভাগীরথী নদী, ময়ূরাক্ষী নদী, জলঙ্গী নদী, দ্বারকা নদ, সুতী নদী ইত্যাদি। এই জেলার উল্লেখযােগ্য নদীবাঁধ ফারাক্কা বাঁধ।

জলঙ্গী টাউনে পদ্মা নদী (River Padma in Jalangi town, Murshidabad District)
জলঙ্গী টাউনে পদ্মা নদী (River Padma in Jalangi town, Murshidabad District; Photo Source – WikiMedia; Author – Pinakpani)

জলবায়ু


মুর্শিদাবাদ জেলার জলবায়ু গ্রীষ্মমন্ডলীয় আর্দ্র ও শুষ্ক প্রকৃতির। এই জেলার গ্রীষ্মকালীন সর্বাধিক তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে আসে। মে মাস হল সবচেয়ে উষ্ণতম মাস, যেখানে দৈনিক গড় তাপমাত্রা সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে। অপরদিকে জানুয়ারি হল সবচেয়ে শীতলতম মাস, যেখানে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পরিবর্তিত হয়ে যায়।

মুর্শিদাবাদ জেলার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমান ১,৬০০ মিমি। যার অধিকাংশই সরবরাহ করে জুন এবং সেপ্টেম্বরের মধ্যে ঘটিত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরের শাখা দ্বারা আনা বৃষ্টি। এই জেলায় গ্রীষ্মের শুরুতে প্রায়শই ধুলোবালি, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ভারী বর্ষণসহ একধরনের প্রবল ঝড় হয়ে থাকে, যা স্থানীয়ভাবে কালবৈশাখী নামে পরিচিত।

অর্থনীতি


মুর্শিদাবাদ জেলার অর্থনীতির প্রধান উৎস হলো কৃষিকাজ। অবশ্য এই জেলার অধিকাংশ মানুষই তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভরশীল। এছাড়াও, এই জেলার ছোট-মাঝারি বিভিন্ন শিল্প এই জেলার অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে।

২০০৬ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রক মুর্শিদাবাদকে দেশের ২৫০টি সবচেয়ে পিছিয়ে পড়া জেলার একটি হিসাবে চিহ্নিত করেছে। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের এগারোটি জেলার মধ্যে একটি যা বর্তমানে অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচি (BRGF) থেকে তহবিল গ্রহণ করছে।

কৃষিকাজ


মুর্শিদাবাদ জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালাে হয়। এই জেলায় ধান, গম, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে নবম এবং গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এই জেলা রেশম চাষেরও একটি অন্যতম কেন্দ্র।

মুর্শিদাবাদ জেলার কৃষিকাজ (Agriculture in Murshidabad District)
মুর্শিদাবাদ জেলার কৃষিকাজ (Agriculture in Murshidabad District)

শিল্প


মুর্শিদাবাদ জেলার প্রধান শিল্পগুলি হল রেশম শিল্প, হাতির দাঁতের শিল্প, খাগড়াই কাঁসার বাসনপত্র ও তাঁতবস্ত্র। মুর্শিদাবাদ জেলার বালুচর শহরে উৎপাদিত বালুচরী শাড়ি হল বিশ্বজুড়ে সুপরিচিত একটি অন্যতম সিল্ক শাড়ি। জেলাটি হস্তশিল্পের একটি অন্যতম কেন্দ্র।

রঘুনাথগঞ্জ থেকে ১২ কিলোমিটার দূরে সাগরদিঘীতে জেলার বৃহত্তম পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এই জেলার ফারাক্কা এনটিপিসি-তে একটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রও রয়েছে, যা ১৬০০ মেগাওয়াট শক্তি উৎপাদন করে। জেলাটি বিড়ির বৃহত্তম প্রস্তুতকারক এবং জেলার অনেক মহিলা বিড়ি তৈরির সাথে জড়িত।

ভাষা


মুর্শিদাবাদ জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় হিন্দি, সাঁওতালি, প্রভৃতি আরাে অন্যান্য ভাষাও প্রচলিত।

ধর্ম


২০১১ সালের জনগণনা অনুযায়ী, মুর্শিদাবাদ জেলার মোট জনসংখ্যার ৬৬.২৭% মানুষ ইসলাম ধর্ম, ৩৩.২১% মানুষ হিন্দু ধর্ম এবং বাকি মানুষেরা অন্যান্য ধর্ম পালন করেন।

শিক্ষা


মুর্শিদাবাদ জেলার মােট শিক্ষার হার ৬৩.৮৮ শতাংশ। এই জেলার উল্লেখযােগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল –

  • বহরমপুর কলেজ,
  • বহরমপুর গার্লস কলেজ,
  • মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়,
  • জঙ্গিপুর কলেজ,
  • কান্দি রাজ কলেজ,
  • কৃষ্ণনাথ কলেজ,
  • নগর কলেজ,
  • জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ,
  • মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ইত্যাদি।

সংস্কৃতি ঐতিহ্য


বিভিন্ন নানান সংস্কৃতি এবং ঐতিহ্যের মেলবন্ধন দেখা যায় মুর্শিদাবাদ জেলায়। এই জেলার একটি স্থানীয় অন্যতম ঐতিহ্যবাহি উৎসব হল বেড়া উৎসব এবং অন্যতম বড়ো মেলা হল হাজারদুয়ারি মেলা।

  • বেড়া উৎসব : নবাবদের প্রাসাদের নিকটে ভাগীরথী নদীর তীরে লালবাগে ‘বেড়া উৎসব’-এর মহৎ উদযাপন অনুষ্ঠিত হয়। সুন্দর উদযাপনটি ঐতিহ্যবাহী নৃত্য এবং সংগীতে সজ্জিত। ভাগীরথী বাঁধের দুর্দান্ত আতশবাজি ঘটনাস্থলটিকে একটি মনোমুগ্ধকর করে তোলে। উৎসবটি বিভিন্ন ধর্ম এবং সাংস্কৃতিক পটভূমির লোকেরা উপভোগ করে।
  • হাজারদুয়ারী মেলা : মুর্শিদাবাদ জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দফতর দ্বারা পরিচালিত, হাজারদুয়ারী প্রাসাদকে পটভূমিতে রেখে একটি মুক্ত বাতাসের মঞ্চে অনুষ্ঠিত হয় হাজারদুয়ারী মেলা। প্রাসাদ মাঠের দক্ষিণাঞ্চলে প্রাসাদ এবং ইমামবাড়ার মধ্যে মুরশিদাবাদ জেলার বিভিন্ন হস্তশিল্প নিয়ে স্টলগুলি স্থাপন করা হয়েছে। মেলায় মুর্শিদী এবং মারফতি ঘরানার বাউল এবং ফকিরের স্থানীয় শিল্পীদের গানও অন্তর্ভুক্ত রয়েছে।

পরিবহন ব্যবস্থা


যাতায়াতের সুবিধার্থে মুর্শিদাবাদ জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে।

মুর্শিদাবাদ জেলার সড়কপথ (Roadways of Murshidabad District)
মুর্শিদাবাদ জেলার সড়কপথ (Roadways of Murshidabad District)

মুর্শিদাবাদ জেলার রেলওয়ে স্টেশন :

  • আজিমগঞ্জ জংশন রেল স্টেশন(এ.জেড)
    স্টেশন রোড, পশ্চিমবঙ্গ, আজিমগঞ্জ স্টেশন রোড, আজিমগঞ্জ, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১০৪
  • কর্ণসুবর্ণ রেল স্টেশন (কেএনএসএন)
    অরাজি মধুপুর, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২৪০৫
  • আজিমগঞ্জ সিটি রেল স্টেশন (এ.সি.এল.ই)
    আজিমগঞ্জ, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১০৪
  • কাজীপাড়া হল্ট রেল স্টেশন (KZPE)
    মকলিশপুর, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৬৩
  • কাশিমবাজার রেল স্টেশন (সি.এস.জেড)
    স্টেশন রোড, রানীনগর, কাশিমবাজার, বহরমপুর, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১০৩
  • কৃষ্ণপুর রেল স্টেশন (KRP)
    লালগোলা, পিনকোড – ৭৪২১৪৮
  • খাগড়াঘাট রোড রেল স্টেশন (কে জি এল ই)
    খাগড়াঘাট, বহরমপুর, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৮৭
  • গনকর রেল স্টেশন
    রামচন্দ্রাবতী, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২২২৭
  • চৌরিগাছা রেল স্টেশন (CWLE)
    চৌরিগাছা, পিনকোড – ৭৪২৪০৫
  • জঙ্গিপুর রোড রেল স্টেশন (জে.আর.এল.ই)
    রঘুনাথগঞ্জ, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২২২৫
  • জিয়াগঞ্জ রেল স্টেশন (জে.জে.জি)
    বালিগ্রাম, জিয়াগঞ্জ, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১২৩
  • জীবন্তী হল্ট রেল স্টেশন (JVT)
    নিশ্চিন্তপুর, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৮৭
  • টেনিয়া রেল স্টেশন (TYAE)
    তেনিয়া, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২৪০৪
  • ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন (DGLE)
    ধুলিয়ান, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২২০২
  • ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন (ডিজিএলই)
    ধুলিয়ান, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২২০২
  • নিউ ফারাক্কা জংশন রেল স্টেশন (এনএফকে)
    নিউ ফারাক্কা স্টেশন রোড, ফারাক্কা, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২২১২
  • নিউ বলরামপুর হল্ট রেল স্টেশন (NBPH)
    NH 34, বৈরাগাছি, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৬৫
  • নিমতিতা রেল স্টেশন(এন.আই.এল.ই)
    দফাহাট, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২২২৪
  • পিরতলা রেল স্টেশন (PRTL)
    আপর ফতেপুর, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৪৮
  • বহরমপুর কোর্ট রেল স্টেশন (বিপিসি)
    স্বর্ণময়ী, মেডিকেল কলেজ ও হাসপাতাল মেইন গেট স্টেশনের বিপরীতে, পিনকোড – ৭৪২১০১
  • বাজারসৌ রেল স্টেশন (বি.জেড.এল.ই)
    বাজারসৌ পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৬৩
  • বেলডাঙ্গা রেল স্টেশন (বিইবি)
    বেলডাঙা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৩৩
  • ভগবানগোলা রেল স্টেশন(বিকিউজি)
    ভগবানগোলা পশ্চিম বঙ্গ, পিনকোড – ৭৪২১৩৫
  • ভবতা রেল স্টেশন (BFT)
    ভবতা, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৩৪\
  • মণিগ্রাম রেল স্টেশন (MGLE)
    মণিগ্রাম, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২২৩৭
  • মালিহাটি তালিবপুর রোড (MHTR)
    মাধইপুর, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২৪০৪
  • মিয়াগ্রাম রেল স্টেশন (MIAN)
    মিয়া, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৬৩
  • মুর্শিদাবাদ রেল স্টেশন( এম.বি.বি)
    এসএইচ ১১ এ, লালবাগ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৪৯
  • রেজিনগর রেল স্টেশন(আর.ই.জে)
    রেজিনগর পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৬৩
  • লালগোলা রেল স্টেশন(এল.জি.এল)
    লালগোলা স্টেশন রোড, লালগোলা, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৪৮
  • লালবাগ কোর্ট আর.ডি রেল স্টেশন (এলসিএই)
    সাইকুলি, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৬০
  • লালবাগ কোর্ট রোড রেল স্টেশন (এল.সি.এ.ই)
    সাইকুলি, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৬০
  • সালার রেল স্টেশন(এসএএলই)
    সালার, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২৪০১
  • সিরাজনগর হল্ট রেল স্টেশন (এসআরজেএন)
    লোকনাথপুর পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৮৯
  • সুবর্ণমৃগী রেল স্টেশন(SBNM)
    পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১৩৫

বাস টার্মিনাস – মুর্শিদাবাদ জেলা :

  • এস.বি.এস.টি.সি বাস টার্মিনাস
    ৩৩/১, এ, এস.এইচ- ১১গির্জা মোর, বহরমপুর, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১০১
  • মীর মদন বাস টার্মিনাস, এন.বি.এস.টি.সি বহরমপুর বিভাগ
    সি.আর দাস রোড, রানীনগর, গোরাবাজার, বহরমপুর, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১০১
  • মোহনা মেইন পাবলিক বাস টার্মিনাস
    গোরাবাজার, বহরমপুর, পশ্চিমবঙ্গ, পিনকোড – ৭৪২১০১

দর্শনীয় স্থান


মুর্শিদাবাদ জেলার কয়েকটি উল্লেখযােগ্য দর্শনীয় স্থান হল –

  • হাজারদুয়ারী প্রাসাদ :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে কিলা নিজামত ক্যাম্পাসে অবস্থিত এই হাজারদুয়ারী প্রাসাদটি উনবিংশ শতাব্দিতে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুন জাহের রাজত্বকালে স্থাপিত।

হাজারদুয়ারী প্রাসাদ (Hajarduari Palace, Murshidabad District)
হাজারদুয়ারী প্রাসাদ (Hajarduari Palace, Murshidabad District; Photo source – https://murshidabad.gov.in/gallery/hajarduari-palace/)
  • কাটরা মসজিদ :

কাটরা মসজিদটি একটি পূর্ব কারওয়ানসারই, মসজিদ এবং নবাব মুর্শিদকুলি খানের সমাধি, যা ১৭২৩ এবং ১৭২৪ এর মধ্যে নির্মিত করা হয়েছিল। এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলাওয়্যারগুলির মধ্যে একটি।

কাটরা মসজিদ (Katra Masjid, Murshidabad District)
কাটরা মসজিদ (Katra Masjid, Murshidabad district; Photo Source – https://murshidabad.gov.in/gallery/katra-masjid/)
  • মতিঝিল পার্ক :

ভাগীরথী নদীর এক পরিত্যক্ত অংশ থেকে গঠিত ৩৫০ একর অক্সবাে হ্রদটি নবাবি আমলে ব্যাপক মুক্তো চাষের জন্য এর নামকরণ করা হয় মতিঝিল। বর্তমানে মনােরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই পার্ক পর্যটকদের কাছে অধিক আকৃষ্ট।

মতিঝিল পার্ক (Motijheel Park, Murshidabad District)
মতিঝিল পার্ক (Motijheel Park, Murshidabad District; Photo Source – https://murshidabad.gov.in/gallery/motijheel-park/)
  • চার বাংলা ধাম :

আজিমগঞ্জের বরানগরের চার বাংলা ধাম বেঙ্গল মন্দির স্থাপত্যের এক অপূর্ব উদাহরণ। আঠারাে শতকে মন্দিরটি নাটোরের রানি ভবানীর পৃষ্ঠপােষকতায় নির্মিত হয়েছিল।

চার বাংলা ধাম (Char Bangla Dham/Bhawaniswar Mandir - Azimganj, Murshidabad District)
চার বাংলা ধাম (Char Bangla Dham/Bhawaniswar Mandir – Azimganj, Murshidabad District; Photo source – https://murshidabad.gov.in/gallery/char-bangla-dhambhawaniswar-mandir-azimganj/)
  • কর্ণসুবর্ণ :

প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা শশাঙ্কের শাসন আমলে গৌড় রাজ্যের রাজধানী ছিল এই কর্ণসুবর্ণ।

কর্ণসুবর্ণ (Karnasubarna, Murshidabad District)
কর্ণসুবর্ণ (Karnasubarna, Murshidabad District; Photo Source – https://murshidabad.gov.in/gallery/karna-subarnacapital-of-shashanka/)
  • আর্মেনিয়ান চার্চ :

পূর্ব ভারতের প্রাচীনতম এই আর্মেনিয়ান চার্চ ১৭৫৭ সালে বহরমপুর শহরে প্রতিষ্ঠিত হয়েছিল।

আর্মেনিয়ান চার্চ (Armenian Church – Berhampore, Murshidabad District)
আর্মেনিয়ান চার্চ (Armenian Church – Berhampore, Murshidabad District; Photo Source – https://murshidabad.gov.in/gallery/armenian-church-berhampore/)
  • নিজামত ইমামবাড়া :

ভারত ও বাংলার বৃহত্তম বর্তমান এই ইমামবাড়াটি ১৮৪৭ সালে নবাব মনসুর আলি খান নির্মান করেছিলেন।

নিজামত ইমামবাড়া (Nizamat Imambara, Murshidabad district)
নিজামত ইমামবাড়া (Nizamat Imambara, Murshidabad district; Photo source – https://murshidabad.gov.in/gallery/nizamat-imambara/)

এছাড়াও –

  • জাহানকোশা কামান
  • কাঠগােলা বাগান
  • জগৎ শেঠের বাড়ি
  • আজিমুন্নিসা বেগমের সমাধি
  • সিরাজ-উদ-দৌলার সমাধি
  • বিষ্ণুপুর কালীবাড়ি
  • কাশিমবাজারের রায় পরিবারের রাজবাড়ি ইত্যাদি।

ভিডিও ↴

মুর্শিদাবাদ জেলার সংক্ষিপ্ত পরিচয় | Explanation of Murshidabad District in Bengali –

আরো ভিডিও দেখুন

(Explanation of Murshidabad District in Bengali)

তথ্যসূত্র


Gobin
Gobinhttps://bengalknowledge24.com/
I am a Content Creator on YouTube, Facebook, Instagram and Bengal Knowledge 24 Website.

Read more

আপনার জন্য বিশেষ নিবন্ধ