Wednesday, April 2, 2025

দক্ষিণ চব্বিশ পরগণা জেলার পরিচয় – South 24 Parganas District, West Bengal

Explanation of South 24 Parganas District in Bengali (West Bengal)

Share

Explanation of South 24 Parganas District in Bengali

দক্ষিণ চব্বিশ পরগণা জেলা (South 24 Parganas District)


পশ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযােগ্য জেলা হল দক্ষিণ চব্বিশ পরগণা জেলা। পৃথিবীর বিখ্যাত সুবিশাল ম্যানগ্রোভ বনভূমি, পৃথিবীর নবম বায়ােস্ফিয়ার বা জীবমন্ডল হিসাবে পরিচিত সুন্দরবনের কিছু অংশ এই জেলার অন্তর্গত। এই জেলার অধীনে মােট ৩৭টি দ্বীপ রয়েছে।

মানচিত্র


দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানচিত্র (Map of South 24 Parganas District)
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানচিত্র (Map of South 24 Parganas District)

প্রতিষ্ঠিত


দক্ষিণ চব্বিশ পরগণা জেলাটি গঠিত হয় ১লা মার্চ ১৯৮৬ সালে।

আয়তন


দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মোট আয়তন ৯,৯৬০ বর্গ কিলােমিটার। আয়তনের দিক থেকে এই জেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা।

জনসংখ্যা


২০১১ সালের জনগণনা অনুযায়ী, দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মােট জনসংখ্যা ৮,১৬১,৯৬১ জন। জনসংখ্যার দিক থেকে এই জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা।

  • পুরুষ জনসংখ্যা – ৪,১৭৩,৭৭৮ জন
  • মহিলা জনসংখ্যা – ৩,৯৮৮,১৮৩ জন
  • জনসংখ্যা বৃদ্ধির হার – ১৮.১৭%
  • জনঘনত্ব – ৮১৯ জন/বর্গ কিলোমিটার
  • লিঙ্গ অনুপাত – ৯৫৬ জন মহিলা/১০০০ জন পুরুষ
  • স্বাক্ষরতা – ৭৭.৫১%

সীমানা


ভৌগলিক অবস্থানগত দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার উত্তর সীমান্তে রয়েছে কোলকাতা ও উত্তর চব্বিশ পরগণা জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা।

নামকরণ ও ইতিহাস


ইতিহাস অনুযায়ী, ১৭৫৭ সালে বাংলার নবাব মীরজাফর কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত অঞ্চলে ২৪টি জংলীমহল বা পরগণার জমিদারি সত্ত্ব ভােগ করার অধিকার দেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। সেই থেকে অঞ্চলটির নাম হয় চব্বিশ পরগণা।

পরবর্তীতে প্রশাসনিক সুবিধার্থে ১৮১৪ সালে এই অঞ্চল একটি জেলায় পরিণত হয়। এরপরে স্বাধীনতার পর ১৯৮৩ সালে ড: অশােক মিত্রের সভাপতিত্বে প্রশাসনিক সংস্কার কমিটি জেলাটিকে দুটি ভাগে বিভক্ত করার পরামর্শ দেয়। ফলে কমিটির সুপারিশ অনুসারে ১৯৮৬ সালের ১লা মার্চ চব্বিশ পরগণা জেলা দুটি অংশে বিভক্ত হয়ে দক্ষিণাংশ দক্ষিণ চব্বিশ পরগণা জেলা নামে গঠিত হয়।

প্রশাসনিক বিভাগ


জেলা সদর : দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জেলা সদর হল আলিপুর।

মহকুমা : দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মহকুমা ৫টি, এগুলি হল –

  • আলিপুর সদর মহকুমা,
  • বারুইপুর মহকুমা,
  • ডায়মন্ড হারবার মহকুমা,
  • ক্যানিং মহকুমা ও
  • কাকদ্বীপ মহকুমা।

পৌরসভা : দক্ষিণ চব্বিশ পরগণা জেলার পৌরসভা ৭টি, এগুলি হল –

  • বারুইপুর পৌরসভা,
  • ডায়মন্ড হারবার পৌরসভা,
  • পুজালি পৌরসভা,
  • রাজপুর-সােনারপুর পৌরসভা,
  • জয়নগর-মজিলপুর পৌরসভা,
  • বজ বজ পৌরসভা ও
  • মহেশতলা পৌরসভা।

পৌরসংস্থা : দক্ষিণ চব্বিশ পরগণা জেলার একটি পৌরসংস্থা হল কলকাতা পৌরসংস্থা।

ব্লক : দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ব্লক সংখ্যা হল ২৯টি, এগুলি হল –

  • বিষ্ণুপুর-১,
  • বিষ্ণুপুর-২,
  • বজ বজ-১,
  • বজ বজ-২,
  • ঠাকুরপুকুর মহেশতলা,
  • বারুইপুর,
  • ভাঙড়-১,
  • ভাঙড়-২,
  • জয়নগর-১,
  • জয়নগর-২,
  • কুলতলী,
  • সোনারপুর,
  • ডায়মন্ড হারবার-১,
  • ডায়মন্ড হারবার-২,
  • ফলতা,
  • কুলপি,
  • মোগরাহাট-১,
  • মোগরাহাট-২,
  • মন্দিরবাজার,
  • মথুরাপুর-১,
  • মথুরাপুর-২,
  • কাকদ্বীপ,
  • নামখানা,
  • পাথরপ্রতিমা,
  • সাগর,
  • বাসন্তী,
  • ক্যানিং-১,
  • ক্যানিং-২
  • গোসাবা

থানা : দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় ৪০টি থানা রয়েছে।

পঞ্চায়েত সমিতি : দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় রয়েছে ২৯টি পঞ্চায়েত সমিতি।

গ্রাম পঞ্চায়েত : দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় গ্রাম পঞ্চায়েত রয়েছে ৩১০টি।

সেন্সাস টাউন : দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় রয়েছে ১১১টি সেন্সাস টাউন।

গ্রাম সংসদ : দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় ৪,৮৮৩টি গ্রাম সংসদ রয়েছে।

মৌজা : দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় মৌজা রয়েছে ২,১৩৯টি।

গ্রাম : দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় ১,৯৯৬টি গ্রাম রয়েছে।

জেলা পরিষদ : দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জেলা পরিষদের সংখ্যা ১টি।

নির্বাচন এলাকা

লােকসভা কেন্দ্র : দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় লােকসভার আসন রয়েছে ৫টি, এগুলি হল –

  • জয়নগর লােকসভা কেন্দ্র,
  • মথুরাপুর লােকসভা কেন্দ্র,
  • ডায়মন্ড হারবার লােকসভা কেন্দ্র,
  • যাদবপুর লােকসভা কেন্দ্র ও
  • কোলকাতা দক্ষিণ লােকসভা কেন্দ্র।

বিধানসভা কেন্দ্র : দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় বিধানসভার আসন রয়েছে ৩টি, এগুলি হল –

  • গোসাবা বিধানসভা কেন্দ্র (তফসিলি জাতি),
  • বাসন্তী বিধানসভা কেন্দ্র(তফসিলি জাতি),
  • কুলতলি বিধানসভা কেন্দ্র (তফসিলি জাতি),
  • পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র,
  • কাকদ্বীপ বিধানসভা কেন্দ্র,
  • সাগর বিধানসভা কেন্দ্র,
  • কুলপি বিধানসভা কেন্দ্র,
  • রায়দিঘি বিধানসভা কেন্দ্র,
  • মন্দিরবাজার বিধানসভা কেন্দ্র (তফসিলি জাতি),
  • জয়নগর বিধানসভা কেন্দ্র (তফসিলি জাতি),
  • বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র (তফসিলি জাতি),
  • ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র (তফসিলি জাতি),
  • ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র,
  • বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র,
  • মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র (তফসিলি জাতি),
  • মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র,
  • ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র,
  • ফলতা বিধানসভা কেন্দ্র,
  • সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র,
  • বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র (তফসিলি জাতি),
  • সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র,
  • ভাঙড় বিধানসভা কেন্দ্র,
  • সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র,
  • মহেশতলা বিধানসভা কেন্দ্র,
  • বজবজ বিধানসভা কেন্দ্র,
  • মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র,
  • যাদবপুর বিধানসভা কেন্দ্র,
  • টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র,
  • কসবা বিধানসভা কেন্দ্র,
  • বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র ও
  • বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র।

দাপ্তরিক ওয়েবসাইট : https://s24pgs.gov.in/

ভূ-প্রকৃতি


পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের একটি গুরুত্বপুর্ণ জেলা এই দক্ষিণ চব্বিশ পরগণা জেলার প্রাকৃতিক সৌন্দৰ্য্যও অপরূপ। এই জেলার প্রায় পুরােটাই নিম্ন গাঙ্গেয় পলি গঠিত সমভূমি এবং উত্তর থেকে দক্ষিণে সামান্য ঢালু। পৃথিবীর বিখ্যাত সুবিশাল ম্যানগ্রোভ বনভূমি, পৃথিবীর নবম বায়ােস্ফিয়ার বা জীবমন্ডল হিসাবে পরিচিত সুন্দরবনের কিছু অংশ এই জেলার অন্তর্গত। এই জেলার অধীনে মােট ৩৭টি দ্বীপ রয়েছে।

ম্যানগ্রোভ বনভূমি (Mangroves, Sundarbans, South 24 Parganas District)
ম্যানগ্রোভ বনভূমি (Mangroves, Sundarbans, South 24 Parganas District)

নদ-নদী


দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযােগ্য নদনদীগুলি হল হুগলি, বিদ্যাধরী, মাতলা, ইচ্ছামতী, যমুনা ইত্যাদি।

হুগলি নদী (Hooghly River, South 24 Parganas District)
হুগলি নদী (Hooghly River, South 24 Parganas District)

জলবায়ু


দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জলবায়ু গ্রীষ্মমন্ডলীয় উষ্ণ এবং শুষ্ক। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেন্টিগ্রেড। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমান ১,৭৫০ মিমি।

অর্থনীতি


দক্ষিণ চব্বিশ পরগণা জেলার অর্থনীতি মূলত শিল্প, চাকরী ও কৃষিনির্ভর। এছাড়াও মৎস্য চাষ দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস। ডিম উৎপাদনে এই জেলা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে।

কৃষিকাজ


দক্ষিণ চব্বিশ পরগণা জেলার অনুকুল পরিবেশে কৃষিকাজও অনেক ভালাে হয়। এই জেলায় ধান, গম, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। তরমুজ ও লঙ্কা উৎপাদনে এই জেলা রাজ্যে প্রথম স্থানে রয়েছে।

দক্ষিণ চব্বিশ পরগণা জেলা কৃষিকাজ (Agriculture of South 24 Parganas District)
দক্ষিণ চব্বিশ পরগণা জেলা কৃষিকাজ (Agriculture of South 24 Parganas District)

ভাষা


বাংলা ভাষা হল দক্ষিন চব্বিশ পরগণা জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা, তবে এই জেলায় হিন্দি, উর্দু, ওড়িয়া প্রভৃতি আরাে অন্যান্য ভাষাও প্রচলিত।

ধৰ্ম


২০১১ সালের জনগণনা অনুসারে, দক্ষিন চব্বিশ পরগনা জেলার মোট জনসংখ্যার ৬৪.২৫% মানুষ হিন্দু ধৰ্ম, ৩৪.৫৭% মানুষ ইসলাম ধৰ্ম, ০.৮১% মানুষ খ্রিস্টান ধর্ম এবং বাকি ০.৪৫% মানুষ অন্যান্য ধর্ম পালন করেন।

শিক্ষা


দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মােট সাক্ষরতার হার ৭৭.৫১ শতাংশ। এই জেলার উল্লেখযােগ্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান হল –

  • ডায়মন্ড হারবার ওমেনস ইউনিভার্সিটি,
  • বঙ্কিম সর্দার কলেজ,
  • গীর মােহন সচিন মন্ডল মহাবিদ্যালয়,
  • সুশিল কর কলেজ,
  • বারুইপুর কলেজ,
  • সােনারপুর মহাবিদ্যালয়,
  • ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিক,
  • বিকাশ ভারতী ল কলেজ,
  • ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ইত্যাদি।

পরিবহন ব্যবস্থা


দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি উল্লেখযােগ্য রেলওয়ে স্টেশন হল সােনারপুর জংশন রেলওয়ে স্টেশন, বারুইপুর জংশন রেলওয়ে স্টেশন, নামখানা রেলওয়ে স্টেশন, ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন ইত্যাদি। এই জেলার নিকটতম বিমানবন্দর নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা দমদমে অবস্থিত।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রামীণ সড়কপথ (Village Road, South 24 Parganas District)
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রামীণ সড়কপথ (Village Road, South 24 Parganas District)

বিশিষ্ট ব্যক্তি


দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন –

  • শিবনাথ শাস্ত্রী : প্রখ্যাত সাহিত্যিক ও সমাজসংস্কারক ছিলেন।
  • হেমন্ত মুখােপাধ্যায় : একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী সংগীত পরিচালক ও চিত্র প্রযােজক ছিলেন।
  • সলিল চৌধুরী : একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার ও গল্পকার ছিলেন।
  • শক্তি চট্টোপাধ্যায় : একজন ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক ছিলেন। – প্রমুখ।

দর্শনীয় স্থান


দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উল্লেখযােগ্য দর্শনীয় স্থানগুলি হল –

  • সুন্দরবন

রয়েল বেঙ্গল টাইগারের আবাস স্থল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন হল একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যার কিছু অংশ এই জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।

সুন্দরবন (Sundarban, South 24 Parganas District)
সুন্দরবন (Sundarban, South 24 Parganas District)
  • গঙ্গাসাগর

গঙ্গা নদীর মােহনায় অবস্থিত, গঙ্গা বদ্বীপের একটি দ্বীপ এই গঙ্গাসাগর একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং ভারতের অন্যতম বিখ্যাত হিন্দু তীর্থস্থান। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এই দ্বীপে গঙ্গাসাগর মেলার আয়ােজন করা হয়, যা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা।

গঙ্গাসাগর (Gangasagar, South 24 Parganas District)
গঙ্গাসাগর (Gangasagar, South 24 Parganas District)
  • বকখালি

কাকদ্বীপ মহকুমার নামখানা সিডি ব্লকের অন্তর্গত একটি গ্রাম বকখালি এই জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এটি বঙ্গোপসাগরের তীরবর্তী শান্ত সমুদ্র সৈকত এবং লালকাঁকড়ার জন্য বিখ্যাত।

বকখালি (BakKhali, South 24 Parganas District)
বকখালি (BakKhali, South 24 Parganas District)

এছাড়াও –

  • সুন্দরবন ন্যাশনাল পার্ক,
  • কপিল মুনি মন্দির,
  • হেনরি আইল্যান্ড,
  • সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য,
  • জম্বু দ্বীপ,
  • ফ্রেজারগঞ্জ,
  • লােথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য ইত্যাদি।

ভিডিও ↴


দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সংক্ষিপ্ত পরিচয় | About South 24 Parganas District in Bengali –

আরো ভিডিও দেখুন

(About South 24 Parganas District in Bengali)

তথ্যসূত্র


Gobin
Gobinhttps://bengalknowledge24.com/
I am a Content Creator on YouTube, Facebook, Instagram and Bengal Knowledge 24 Website.

আরও পড়ুন

আপনার জন্য বিশেষ নিবন্ধ