পূর্ব মেদিনীপুর জেলার পরিচয় – Purba Medinipur District, West Bengal

Date :

Explanation of Purba Medinipur District in Bengali

পূর্ব মেদিনীপুর জেলা (Purba Medinipur District)


পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযােগ্য জেলা হল পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলা নিম্ন ভারত-গাঙ্গেয় সমভূমি এবং পূর্ব উপকূলীয় সমভূমির একটি অংশ। অন্যতম জনপ্রিয় এবং মনোরম সমুদ্র সৈকত দিঘা এই পূর্ব মেদিনীপুর জেলাতেই অবস্থিত।

মানচিত্র


পূর্ব মেদিনীপুর জেলার মানচিত্র (Map of Purba Medinipur District)
পূর্ব মেদিনীপুর জেলার মানচিত্র (Map of Purba Medinipur District)
পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রে পূর্ব মেদিনীপুর জেলার অবস্থান (Purba Medinipur District Map)
পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রে পূর্ব মেদিনীপুর জেলার অবস্থান (Purba Medinipur District Map)

প্রতিষ্ঠিত


পূর্ব মেদিনীপুর জেলাটি গঠিত হয় ১লা জানুয়ারি, ২০০২ সালে।

আয়তন


পূর্ব মেদিনীপুর জেলার মােট আয়তন ৪,৭৩৬ বর্গ কিলােমিটার।

জনসংখ্যা


২০১১ সালের জনগণনা অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলার মােট জনসংখ্যা ৫,০৯৫,৮৭৫ জন।

  • পুরুষ জনসংখ্যা – ২,৬২৯,৮৩৪ জন
  • মহিলা জনসংখ্যা – ২,৪৬৬,০৪১ জন
  • জনসংখ্যা বৃদ্ধির হার – ১৫.৩৬%
  • জনঘনত্ব – ১,০৮১ জন/বর্গ কিলোমিটার
  • লিঙ্গ অনুপাত – ৯৩৮ জন মহিলা/১০০০ জন পুরুষ
  • স্বাক্ষরতা – ৮৭.৬৬%

সীমানা


ভৌগলিক অবস্থানগত দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলার উত্তর সীমান্তে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা, দক্ষিণ সীমান্তে রয়েছে বঙ্গোপসাগর, পূর্বে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পশ্চিমে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা ও ওড়িশা রাজ্য।

ইতিহাস


বহু বছর আগে পূর্ব মেদিনীপুর জেলা অবিভক্ত মেদিনীপুর জেলার অন্তর্গত ছিল। পরবর্তীতে ২০০২ সালের ১লা জানুয়ারি অবিভক্ত মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা গঠিত হয়।

প্রশাসনিক বিভাগ


জেলা সদর : পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর হল তমলুক।

মহকুমা : পূর্ব মেদিনীপুর জেলার মহকুমা ৪টি, এগুলি হল –

  • তমলুক মহকুমা,
  • হলদিয়া মহকুমা,
  • কোন্টাই মহকুমা ও
  • এগরা মহকুমা।

পৌরসভা : পূর্ব মেদিনীপুর জেলার পৌরসভাও ৪টি, এগুলি হল –

  • তমলুক পৌরসভা,
  • হলদিয়া পৌরসভা,
  • কোন্টাই পৌরসভা ও
  • এগরা পৌরসভা।

ব্লক : পূর্ব মেদিনীপুর জেলার ব্লক সংখ্যা হল ২৬টি, এগুলি হল –

  • পাঁশকুড়া-১,
  • পাঁশকুড়া-২ (কোলঘাট),
  • তমলুক,
  • শহীদ মাতঙ্গীনি,
  • নন্দকুমার,
  • ময়না,
  • চণ্ডীপুর,
  • মহীষাদল,
  • সুতাহাটা,
  • নন্দীগ্রাম-১,
  • নন্দীগ্রাম-২,
  • হলদিয়া,
  • ভগবানপুর-১,
  • ভগবানপুর-২,
  • খেজুরী-১,
  • খেজুরী-২,
  • কোণ্টাই-১,
  • কোণ্টাই-২,
  • কোণ্টাই-৩,
  • দেশপ্রাণ,
  • রামনগর-১,
  • রামনগর-২,
  • এগরা-১,
  • এগরা-২,
  • পটাশপুর-১
  • পটাশপুর-২

পঞ্চায়েত সমিতি : পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে ২৬টি পঞ্চায়েত সমিতি।

গ্রাম পঞ্চায়েত : পূর্ব মেদিনীপুর জেলায় ২২৩টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।

থানা : পূর্ব মেদিনীপুর জেলায় ২৯টি থানা রয়েছে।

গ্রাম : পূর্ব মেদিনীপুর জেলায় ৩,৫০০টি গ্রাম রয়েছে।

জেলা পরিষদ : পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সংখ্যা ১টি।

লােকসভা কেন্দ্র : পূর্ব মেদিনীপুর জেলায় লােকসভার আসন রয়েছে ২টি, একটি তমলুক লােকসভা কেন্দ্র ও আর একটি কাঁথি লােকসভা কেন্দ্র। তবে ঘাটাল ও মেদিনীপুর লােকসভা কেন্দ্রের কিছু অংশ এই জেলার অধীনে রয়েছে।

বিধানসভা কেন্দ্র : পূর্ব মেদিনীপুর জেলায় বিধানসভার আসন রয়েছে ১৬টি, এগুলি হল –

  • ২০৩ – তমলুক বিধানসভা কেন্দ্র,
  • ২০৪ – পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্র,
  • ২০৫ – পাঁশকুড়া পশ্চীম বিধানসভা কেন্দ্র,
  • ২০৬ – ময়না বিধানসভা কেন্দ্র,
  • ২০৭ – নন্দকুমার বিধানসভা কেন্দ্র,
  • ২০৮ – মহিষাদল বিধানসভা কেন্দ্র,
  • ২০৯ – হলদিয়া বিধানসভা কেন্দ্র,
  • ২১০ – নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র,
  • ২১১ – চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র,
  • ২১২ – পটাশপুর বিধানসভা কেন্দ্র,
  • ২১৩ – কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্র,
  • ২১৪ – ভগবানপুর বিধানসভা কেন্দ্র,
  • ২১৫ – খেজুরী বিধানসভা কেন্দ্র,
  • ২১৬ – কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র,
  • ২১৭ – রামনগর বিধানসভা কেন্দ্র
  • ২১৮ – এগরা বিধানসভা কেন্দ্র

দাপ্তরিক ওয়েবসাইট : https://purbamedinipur.gov.in/

ভূ-প্রকৃতি


পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই পূর্ব মেদিনীপুর জেলার প্রাকৃতিক সৌন্দৰ্য্যও অপরূপ। এই জেলা নিম্ন ভারত-গাঙ্গেয় সমভূমি এবং পূর্ব উপকূলীয় সমভূমির একটি অংশ। জেলাটি নদী দ্বারা গঠিত পলিসমৃদ্ধ এবং অত্যন্ত উর্বর সমভূমি অঞ্চল। এই জেলা সমুদ্র স্তর থেকে ১০ মিটার উচ্চতায় অবস্থিত।

নদ-নদী


পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযােগ্য নদনদীগুলি হল হলদি, রূপনারায়ণ, রসুলপুর, সুবর্ণরেখা, দ্বারকেশ্বর ইত্যাদি।

জলবায়ু


পূর্ব মেদিনীপুর জেলার জলবায়ু চরমভাবাপন্ন। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিন্ম তাপমাত্রা ৯ ডিগ্রি সেন্টিগ্রড। এই জেলার বার্ষিক বৃষ্টিপাতের পরিমান ১৪০০ থেকে ১৫০০ মিমি।

অর্থনীতি


পূর্ব মেদিনীপুর জেলার অর্থনীতি মূলত কৃষি ও শিল্পভিত্তিক।

কৃষিকাজ


পূর্ব মেদিনীপুর জেলার অনুকুল পরিবেশে কৃষিকাজও অনেক ভালাে হয়। এই জেলায় ধান, গম, পাট, কাজুবাদাম, মহুয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়।

শিল্প


পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত হলদিয়া শিল্পাঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল।

ভাষা


বাংলা ভাষা হল পূর্ব মেদিনীপুর জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা, তবে এই জেলায় হিন্দিসহ আরাে অন্যান্য ভাষাও প্রচলিত।

ধৰ্ম


২০১১ সালের জনগণনা অনুসারে, পূর্ব মেদিনীপুর জেলার মোট জনসংখ্যার ৮৫.২৪% মানুষ হিন্দু ধৰ্ম, ১৪.৫৯% মানুষ ইসলাম ধৰ্ম এবং বাকি ০.১৭% মানুষ অন্যান্য ধর্ম পালন করেন।

শিক্ষা


পূর্ব মেদিনীপুর জেলার মােট সাক্ষরতার হার ৮৭.৬৬ শতাংশ। এই জেলার উল্লেখযােগ্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান হল –

  • মহাত্মাগান্ধী ইউনিভার্সিটি,
  • প্রভাত কুমার কলেজ,
  • মহিষাদল রাজ কলেজ,
  • বাজকুল মিলনী মহাবিদ্যালয়,
  • ময়না কলেজ,
  • রামনগর কলেজ,
  • হলদিয়া গভর্নমেন্ট কলেজ,
  • মুগেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়,
  • হলদিয়া ল কলেজ,
  • হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনােলজি ইত্যাদি।

পরিবহন ব্যবস্থা


পূর্ব মেদিনীপুর জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি উল্লেখযােগ্য রেলওয়ে স্টেশন হল পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন, তমলুক জংশন রেলওয়ে স্টেশন, মেচেদা রেলওয়ে স্টেশন, কাঁথি রেলওয়ে স্টেশন ইত্যাদি।

বিশিষ্ট ব্যক্তি


পূর্ব মেদিনীপুর জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন –

  • মাতঙ্গিনী হাজরা : ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী ছিলেন।
  • অজয় মুখার্জী : ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের চতুর্থ ও ষষ্ঠ মূখ্যমন্ত্রী ছিলেন।
  • সতীশচন্দ্র সামন্ত : একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও লােকসভার সদস্য ছিলেন।
  • বিমান বিহারী দাস : একজন ভারতীয় ভাষ্কর এবং চিত্রশিল্পী, যিনি তার কর্ম দক্ষতায় ভারত সরকার দ্বারা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। – প্রমুখ।

দর্শনীয় স্থান


পূর্ব মেদিনীপুর জেলার উল্লেখযােগ্য দর্শনীয় স্থানগুলি হল –

  • দিঘা

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র হল এই দিঘা। এটি কলকাতা থেকে ১৮৭ কিলােমিটার দূরে অবস্থিত। সমুদ্র সৈকতের এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য মনােমুগ্ধকর ও লােভনীয়।

দিঘা সমুদ্র সৈকত (Digha Beach, Purba Medinipur District)
দিঘা সমুদ্র সৈকত (Digha Beach, Purba Medinipur District)
  • মুক্তিদ্ধাম

এই মন্দিরটির মালিকানা রয়েছে বিবেকানন্দ মিশন আশ্রম। এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি, হনুমানজির পাশাপাশি কালী দেবীর মূল মন্দির এবং কালী দেবীর পাদদেশে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংস, সারদামণি এবং স্বামী বিবেকানন্দের চিত্র। মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্টাইলের স্থাপত্যশৈলীতে নির্মিত।

মুক্তিদ্ধাম মন্দির (Muktidham Temple, Purba Medinipur District)
মুক্তিদ্ধাম মন্দির (Muktidham Temple, Purba Medinipur District; Photo Source – https://purbamedinipur.gov.in/gallery/muktidham/)
  • শঙ্করপুর

দিঘা থেকে মাত্র ১৪ কিলােমিটার পূর্বে অবস্থিত শঙ্করপুর জায়গাটি একটি ব্যক্তিগত সৈকতের প্রায় সমস্ত আনন্দ সরবরাহ করে। তাছাড়া এটি একটি ফিশিং বন্দর।

শঙ্করপুর সমুদ্র সৈকত (Shankarpur Beach, Purba Medinipur District)
শঙ্করপুর সমুদ্র সৈকত (Shankarpur Beach, Purba Medinipur District; Photo Source – https://purbamedinipur.gov.in/gallery/mandarmoni/)
  • দেবী কাভীমা মন্দির

এই মন্দিরটি ১১৫০ বৎসরের প্রাচীন কালি মন্দির এবং এটি ৫১টি শক্তিপিঠের মধ্যে একটি।

এছাড়াও –

  • জুনপুট বিচ,
  • মহিষাদলের রাজবাড়ি ও মিউজিয়াম,
  • রক্ষীত বাটি,
  • তমলুকের জগন্নাথদেবের মন্দির,
  • তমলুকের রাজবাড়ি,
  • তমলুকের প্রত্নতাত্ত্বিক যাদুঘর ইত্যাদি।

ভিডিও ↴


পূর্ব মেদিনীপুর জেলার সংক্ষিপ্ত পরিচয় | Explanation of Purba Medinipur District in Bengali –

আরো ভিডিও দেখুন

(About Purba Medinipur District in Bengali)

তথ্যসূত্র


Gobin
Gobinhttps://bengalknowledge24.com/
I am a Content Creator on YouTube, Facebook, Instagram and Bengal Knowledge 24 Website.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

🔥 আরও দেখুন

গুরুত্বপূর্ণ বিষয় / বিভাগ

আপনার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ বিষয়
Related

ত্রিপুরা রাজ্যের জেলা পরিচিতি – Districts of Tripura State

List of Districts of Tripura State in Bengaliভারতের উত্তর-পূর্ব...

পশ্চিমবঙ্গ রাজ্যের পরিচয় – West Bengal State, India

About West Bengal state in Bengali পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম...

সিকিম রাজ্যের পরিচয় – Sikkim State, India

About Sikkim State in Bengali ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি...

মেঘালয় রাজ্যের পরিচয় – Meghalaya State, India

About Meghalaya State in Bengali প্রচুর বৃষ্টিপাত, সূর্যালোক, কুমারী বন,...

অরুনাচল প্রদেশ রাজ্যের পরিচয় – Arunachal Pradesh State, India

About Arunachal Pradesh State in Bengali বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য্যের অন্যতম...

আসাম রাজ্যের পরিচয় – Assam State, India

About Assam State in Bengali বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ও বিভিন্ন...

নাগাল্যান্ড রাজ্যের পরিচয় – Nagaland State, India

About Nagaland State in Bengali প্রাকৃতিক সৌন্দর্য্য এবং বৈচিত্র্যময় নানান...

মণিপুর রাজ্যের পরিচয় – Manipur State, India

Explanation of Manipur State in Bengali প্রাকৃতিক মনোরম সৌন্দর্য্যের অনন্য...