Tuesday, April 1, 2025

পশ্চিম মেদিনীপুর জেলার পরিচয় – Paschim Medinipur District, West Bengal

Explanation of Paschim Medinipur District in Bengali (West Bengal)

Share

Explanation of Paschim Medinipur District in Bengali

পশ্চিম মেদিনীপুর জেলা (Paschim Medinipur District)


পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলাগুলির মধ্যে একটি হল পশ্চিম মেদিনীপুর জেলা। এটি মেদিনীপুরকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে বিভক্ত করার পর ১লা জানুয়ারি, ২০০২-এ গঠিত হয়েছিল। মেদিনীপুর জেলা প্রত্নতত্ত্বে অনেক সমৃদ্ধ একটি জেলা। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা দ্বিতীয় বৃহত্তম জেলা।

মানচিত্র


পশ্চিম মেদিনীপুর জেলার মানচিত্র (Map of Paschim Medinipur District)
পশ্চিম মেদিনীপুর জেলার মানচিত্র (Map of Paschim Medinipur District)
পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রে পশ্চিম মেদিনীপুর জেলার অবস্থান (Paschim Medinipur District Map)
পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রে পশ্চিম মেদিনীপুর জেলার অবস্থান (Paschim Medinipur District Map)

প্রতিষ্ঠিত


পশ্চিম মেদিনীপুর জেলাটি গঠিত হয় ১লা জানুয়ারি, ২০০২ সালে।

আয়তন


পশ্চিম মেদিনীপুর জেলার মােট আয়তন ৯,২৯৫.২৮ বর্গ কিলােমিটার আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা দ্বিতীয় বৃহত্তম জেলা।

জনসংখ্যা


২০১১ সালের জনগণনা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার মােট জনসংখ্যা ৫,৯১৩,৪৫৭ জন।

  • পুরুষ জনসংখ্যা – ৩,০০৭,৮৮৫ জন
  • মহিলা জনসংখ্যা – ২,৯০৫,৫৭২ জন
  • জনসংখ্যা বৃদ্ধির হার – ১৩.৮৬%
  • জনঘনত্ব – ৬৩১ জন/বর্গ কিলোমিটার
  • লিঙ্গ অনুপাত – ৯৬৬ জন মহিলা/১০০০ জন পুরুষ
  • স্বাক্ষরতা – ৭৮%

সীমানা


ভৌগলিক অবস্থানগত দিক থেকে পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর সীমান্তে রয়েছে বাঁকুড়া জেলা, দক্ষিণ সীমান্তে রয়েছে ওড়িশা রাজ্য, পূর্বে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিমে রয়েছে ঝাড়গ্রাম জেলা।

ইতিহাস


পূর্বে এই জেলা অবিভক্ত মেদিনীপুর জেলার অন্তর্গত ছিল। পরবর্তীতে ২০০২ সালের ১লা জানুয়ারি অবিভক্ত মেদিনীপুর জেলাকে দুটি ভাগে বিভক্ত করে পশ্চিম অংশকে পশ্চিম মেদিনীপুর জেলা নামে গঠন করা হয়।

প্রশাসনিক বিভাগ


জেলা সদর : পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সদর হল মেদিনীপুর।

মহকুমা : পশ্চিম মেদিনীপুর জেলার মহকুমা ৩টি, এগুলি হল –

  • মেদিনীপুর সদর মহকুমা,
  • খড়গপুর মহকুমা ও
  • ঘাটাল মহকুমা।

পৌরসভা : পশ্চিম মেদিনীপুর জেলার পৌরসভা ৭টি, এগুলি হল –

  • মেদিনীপুর পৌরসভা,
  • খড়গপুর পৌরসভা,
  • রামজীবনপর পৌরসভা,
  • চন্দকোনা পৌরসভা,
  • খিলপাই পৌরসভা,
  • খডর পৌরসভা ও
  • ঘাটাল পৌরসভা।

ব্লক : পশ্চিম মেদিনীপুর জেলার ব্লক সংখ্যা হল ২১টি, এগুলি হল –

  • শালবনী,
  • কেশপুর,
  • মেদিনীপুর সদর,
  • গড়বেতা-১,
  • গড়বেতা-২,
  • গড়বেতা-৩,
  • ডেবরা,
  • পিংলা,
  • কেশিয়ারী,
  • দাঁতন-১,
  • দাঁতন-২,
  • নারায়ণগড়,
  • মোহনপুর,
  • সবং,
  • খড়্গপুর-১,
  • খড়্গপুর-২,
  • ঘাটাল,
  • চন্দ্রকোনা-১,
  • চন্দ্রকোনা-২,
  • দাসপুর-১ ও
  • দাসপুর-২।

থানা : পশ্চিম মেদিনীপুর জেলায় ২৮টি থানা রয়েছে।

পঞ্চায়েত সমিতি : পশ্চিম মেদিনীপুর জেলায় ২১টি পঞ্চায়েত সমিতি রয়েছে।

গ্রাম পঞ্চায়েত : পশ্চিম মেদিনীপুর জেলায় ২৯০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।

সেন্সাস টাউন : পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে ১০টি সেন্সাস টাউন।

গ্রাম : পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম সংখ্যা ৮,৬৯৪টি।

জেলা পরিষদ : পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের সংখ্যা ১টি।

লােকসভা কেন্দ্র : লােকসভার আসন রয়েছে ২টি, একটি মেদিনীপুর লােকসভা কেন্দ্র ও আর একটি ঘাটাল লােকসভা কেন্দ্র।

বিধানসভা কেন্দ্র : বিধানসভার আসন রয়েছে ১৫টি, এগুলি হল –

  • ২১৯ – দাঁতন বিধানসভা কেন্দ্র
  • ২২৩ – কেশিয়ারী বিধানসভা কেন্দ্র (এস.টি),
  • ২২৪ – খড়্গপুর বিধানসভা কেন্দ্র,
  • ২২৫ – নারায়ণগড় বিধানসভা কেন্দ্র,
  • ২২৬ – সবং বিধানসভা কেন্দ্র,
  • ২২৭ – পিংলা বিধানসভা কেন্দ্র,
  • ২২৮ – খড়্গপুর বিধানসভা কেন্দ্র,
  • ২২৯ – ডেবরা বিধানসভা কেন্দ্র,
  • ২৩০ – দাসপুর বিধানসভা কেন্দ্র,
  • ২৩১ – ঘাটাল বিধানসভা কেন্দ্র (এস.সি),
  • ২৩২ – চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র (এস.সি),
  • ২৩৩ – গড়বেতা বিধানসভা কেন্দ্র,
  • ২৩৪ – শালবনি বিধানসভা কেন্দ্র,
  • ২৩৫ – কেশপুর বিধানসভা কেন্দ্র (এস.সি)
  • ২৩৬ – মেদিনীপুর বিধানসভা কেন্দ্র।

দাপ্তরিক ওয়েবসাইট : https://paschimmedinipur.gov.in/

ভূ-প্রকৃতি


পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই পশ্চিম মেদিনীপুর জেলার প্রাকৃতিক সৌন্দৰ্য্যও অপরূপ। এই জেলার পূর্বাংশ পলিগঠিত, অত্যন্ত উর্বর সমভূমি অঞ্চল এবং পশ্চিমাংশ ছােটনাগপুর মালভূমির প্রান্তভাগ ও ঢেউ খেলানাে সমভূমি, উচু-নীচু, শক্ত পাথুরে মাটিতে তৈরী। এই জেলার কোনাে কোনাে জায়গায় ছােট ছোট পাহাড় দেখা যায়।

নদ-নদী


পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযােগ্য নদনদীগুলি হল কংসাবতী, শিলাবতী, সুবর্ণরেখা, দ্বারকেশ্বর ইত্যাদি।

জলবায়ু


পশ্চিম মেদিনীপুর জেলার জলবায়ু চরমভাবাপন্ন। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমান ১৫১৪ মিমি।

কৃষিকাজ


পশ্চিম মেদিনীপুর জেলার অনুকুল পরিবেশে কৃষিকাজও অনেক ভালাে হয়। এই জেলায় ধান, গম, পাট, মহুয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়।

ভাষা


পশ্চিম মেদিনীপুর জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় সাঁওতালি, হিন্দি, ওড়িয়া প্রভৃতি আরাে অন্যান্য ভাষাও প্রচলিত।

ধৰ্ম


২০১১ সালের জনগণনা অনুসারে, পশ্চিম মেদিনীপুর জেলার মোট জনসংখ্যার ৮৫.২৬% মানুষ হিন্দু ধৰ্ম, ১২.৪১% মানুষ ইসলাম ধৰ্ম, ১.৫২% মানুষ উপজাতীয় ধৰ্ম এবং বাকি মানুষেরা অন্যান্য ধর্ম পালন করেন।

শিক্ষা


পশ্চিম মেদিনীপুর জেলার মােট সাক্ষরতার হার ৭৮ শতাংশ। এই জেলার উল্লেখযােগ্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান হল –

  • বিদ্যাসাগর ইউনিভার্সিটি,
  • মেদিনীপুর কলেজ,
  • খড়গপুর কলেজ,
  • গড়বেতা কলেজ,
  • বেলদা কলেজ,
  • ভট্টর কলেজ,
  • মেদিনীপুর ল কলেজ,
  • মেদিনীপুর মেডিক্যাল কলেজ,
  • ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনলেজি খড়গপুর,
  • মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক ইত্যাদি।

পরিবহন ব্যবস্থা


পশ্চিম মেদিনীপুর জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি উল্লেখযােগ্য রেলওয়ে স্টেশন হল খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন, মেদিনীপুর রেলওয়ে স্টেশন, হিজলী রেলওয়ে স্টেশন, শালবনী রেলওয়ে স্টেশন ইত্যাদি।

বিশিষ্ট ব্যক্তি


পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন –

  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর : উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।
  • ক্ষুদিরাম বসু : ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট তরুন বিপ্লবী।
  • রাজনারায়ণ বসু : উনিশ শতকের ভারতীয় বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক ছিলেন।
  • ব্যোমকেশ চক্রবর্তী : বাঙালি ভাষা গবেষক হিসাবে বিভিন্ন জাতিগত ভাষার উপরে কাজ করেছেন। – প্রমুখ।

দর্শনীয় স্থান


পশ্চিম মেদিনীপুর জেলার উল্লেখযােগ্য দর্শনীয় স্থানগুলি হল –

  • গনগনি (বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন)

বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত এই গনগনি একটি বিখ্যাত পর্যটন ও পিকনিক স্পট, যা মেদিনীপুর শহর থেকে ৫৫ কিলােমিটার দুরে গড়বেতায় অবস্থিত। এটি শিলাবতী নদীর চারপাশে প্রাকৃতিক পাহাড় নিয়ে গঠিত, যা স্থানীয়ভাবে “শিলাই নদী” নামে পরিচিত। সময়ের সাথে সাথে বৃষ্টিপাত এবং ঋতু পরিবর্তনের ফলে দর্শনীয় ভূতাত্ত্বিক কাঠামো তৈরি হয়েছে।

গনগনি - বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন (Gangani - Grand Canyon of Bengal, Paschim Medinipur District)
গনগনি – বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন (Gangani – Grand Canyon of Bengal, Paschim Medinipur District; Photo Source – https://paschimmedinipur.gov.in/gallery/gangani/)
  • গোপগড় ইকো টুরিজম পার্ক

মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের অধীনে গোপগড়ে অবস্থিত এই পার্ক তার ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আকৃষ্ট, যা মেদিনীপুর শহর থেকে ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত।

গোপগড় ইকো টুরিজম পার্ক (Gopegarh Eco-Park, Paschim Medinipur District)
গোপগড় ইকো টুরিজম পার্ক (Gopegarh Eco-Park, Paschim Medinipur District; Photo Source – https://paschimmedinipur.gov.in/gallery/gopegarh-eco-park/)
  • কর্ণগড় মন্দির

মেদিনীপুর শহর থেকে প্রায় ১০ কিমি উত্তরে অবস্থিত ওড়িশার স্থাপত্য শৈলীতে নির্মিত কর্ণগড়ের চাপলেশ্বর এবং মহামায়া মন্দির দুটি সবচেয়ে জনপ্রিয় মন্দির। এটি পশ্চিম মেদিনীপুর জেলার জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি।

কর্ণগড় মন্দির (Karnagarh Mandir, Paschim Medinipur District)
কর্ণগড় মন্দির (Karnagarh Mandir, Paschim Medinipur District; Photo Source – https://paschimmedinipur.gov.in/gallery/karnagarh/)
  • প্রয়াগ ফিল্ম সিটি

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় অবস্থিত এই প্রয়াগ ফিল্ম সিটি বা চন্দ্রকোনা ফিল্ম সিটি ১০ বৰ্গ কিলােমিটার এর বেশি জায়গা নিয়ে গড়ে তােলা আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি।

  • আরাবাড়ি ফরেস্ট

ঐরাবত বনবিতানের সীমানা প্রাচীর জুড়ে ঘন বন এবং পাহাড় নিয়ে ১৩৪ বৰ্গ কিলােমিটার জায়গা জুড়ে রয়েছে শালবনীর এই আরাবাড়ি ফরেস্ট।

এছাড়াও –

  • হিজলি ইকো পার্ক,
  • হাওয়া মহল,
  • নাড়াজোলের রাজবাড়ি,
  • বিদ্যাসাগরের জন্মস্থান,
  • পাথরা,
  • পরিমল কানন ইত্যাদি।

ভিডিও ↴


পশ্চিম মেদিনীপুর জেলার সংক্ষিপ্ত পরিচয় | Explanation of Paschim Medinipur District in Bengali –

আরো ভিডিও দেখুন

(About Paschim Medinipur District in Bengali)

তথ্যসূত্র


Gobin
Gobinhttps://bengalknowledge24.com/
I am a Content Creator on YouTube, Facebook, Instagram and Bengal Knowledge 24 Website.

আরও পড়ুন

আপনার জন্য বিশেষ নিবন্ধ