Explanation of Jhargram District in Bengali
ঝাড়গ্রাম জেলা (Jhargram District)
পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযােগ্য জেলা হল ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম তার বন্য সৌন্দর্য এবং স্থলচিত্রের জন্য বিখ্যাত।এটি পশ্চিমবঙ্গের ২২তম জেলা হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিভক্ত হয়েছে।
মানচিত্র


প্রতিষ্ঠিত
ঝাড়গ্রাম জেলাটি গঠিত হয় ৪ই এপ্রিল ২০১৭ সালে।
আয়তন
ঝাড়গ্রাম জেলার মােট আয়তন ৩০২৪.৩৮ বর্গ কিলােমিটার
জনসংখ্যা
২০১১ সালের জনগণনা অনুযায়ী, ঝাড়গ্রাম জেলার মােট জনসংখ্যা ১,১৩৭,১৬৩ জন।
সীমানা
ভৌগলিক অবস্থানগত দিক থেকে ঝাড়গ্রাম জেলার উত্তর সীমান্তে রয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলা, দক্ষিণ সীমান্তে রয়েছে উড়িষার ময়ুরভঞ্জ ও বালাশাের জেলা, পূর্বে পশ্চিম মেদিনীপুর জেলা এবং পশ্চিমে রয়েছে ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলা।
ইতিহাস
পূর্বে এই ঝাড়গ্রাম অঞ্চলটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে উন্নয়নের লক্ষ্যে এবং প্রশাসনিক সুবিধার্থে এই অঞ্চলটি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিভক্ত হয়ে ৪ই এপ্রিল ২০১৭ সালে সদর শহর ঝাড়গ্রামের নাম অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যের ২২তম জেলা হিসাবে ঝাড়গ্রাম জেলার আত্মপ্রকাশ ঘটে।
প্রশাসনিক বিভাগ
জেলা সদর : ঝাড়গ্রাম জেলার জেলা সদর হল ঝাড়গ্রাম শহর।
মহকুমা : ঝাড়গ্রাম জেলার মহকুমা ১টি, এটি হল ঝাড়গ্রাম মহকুমা।
পৌরসভা : ঝাড়গ্রাম জেলার পৌরসভাও ১টি, এটি হল ঝাড়গ্রাম পৌরসভা।
ব্লক : ঝাড়গ্রাম জেলার ব্লক সংখ্যা হল ৮টি, এগুলি হল –
- ঝাড়গ্রাম,
- জাম্বনী,
- বিনপুর-১,
- বিনপুর-২,
- গােপীবল্লভপুর-১,
- গােপীবল্লভপুর-২,
- সাঁকরাইল ও
- নয়াগ্রাম।
থানা : ঝাড়গ্রাম জেলায় ১০টি থানা রয়েছে।
সেন্সাস টাউন : ঝাড়গ্রাম জেলায় রয়েছে ১টি সেন্সাস টাউন, এটি হল শিলদা।
পঞ্চায়েত সমিতি : ঝাড়গ্রাম জেলায় রয়েছে ৮টি পঞ্চায়েত সমিতি।
গ্রাম পঞ্চায়েত : ঝাড়গ্রাম জেলায় ৭৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।
গ্রাম : ঝাড়গ্রাম জেলার গ্রাম সংখ্যা ২,৯৯৫টি।
জেলা পরিষদ : ঝাড়গ্রাম জেলার জেলা পরিষদের সংখ্যা ১টি।
লােকসভা কেন্দ্র : ঝাড়গ্রাম জেলায় লােকসভার আসন রয়েছে ১টি, এটি হল ঝাড়গ্রাম লােকসভা কেন্দ্র।
বিধানসভা কেন্দ্র : ঝাড়গ্রাম জেলায় বিধানসভার আসন রয়েছে ৪টি, এগুলি হল –
- ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র,
- গােপীবল্লভপুর বিধানসভা কেন্দ্র,
- নয়াগ্রাম বিধানসভা কেন্দ্র ও
- বিনপুর বিধানসভা কেন্দ্র।
ভূ-প্রকৃতি
পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা ঝাড়গ্রাম জেলার প্রাকৃতিক সৌন্দৰ্য্যও অপরূপ। এই জেলা বনপাহাড়ির বনভূমির সৌন্দর্য এবং বেলপাহাড়ী পাহাড়ের জন্য বিখ্যাত। জেলাটি ছোটনাগপুর মালভূমির একটি অংশ, যা ধীরে ধীরে পূর্ব দিকে ঢালু হয়ে যায় এবং এই জেলার উত্তর-পশ্চিমাঞ্চলে পাহাড়ি অঞ্চল দেখা যায়।
নদ-নদী
ঝাড়গ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযােগ্য নদীগুলি হল কংসাবতী, সুবর্ণরেখা, ভুলুং, তারাফেনি ইত্যাদি।
জলবায়ু
ঝাড়গ্রাম জেলার জলবায়ু অত্যন্ত আর্দ্র ও উষ্ণ। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেন্টিগ্রেড। এই জেলার বার্ষিক বৃষ্টিপাতের পরিমান ১,৪০০ মিমি।
অর্থনীতি
ঝাড়গ্রাম জেলার অর্থনীতির প্রধান উৎস মূলত ব্যবসা ও চাষাবাদ।
কৃষিকাজ
ঝাড়গ্রাম জেলার অনুকুল পরিবেশে কৃষিকাজও অনেক ভালাে হয়। এই জেলায় ধান, গম, পাট, আলু থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়।
ভাষা
বাংলা ভাষা হল ঝাড়গ্রাম জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা, তবে এই জেলায় সাঁওতালি, মুন্ডারি, কুরমালী প্রভৃতি আরাে অন্যান্য ভাষাও প্রচলিত।
সাংস্কৃতিক ঐতিহ্য
ঝাড়গ্রাম উপজাতীয় নৃত্যের স্বর্ণ কোষাগার। সংস্কৃতি হিসাবে ঝাড়গ্রাম জেলায় চুয়াং, চ্যং, ছৌ, ঝুমুর, টুসু, ভাদু ইত্যাদি নৃত্যগুলি রয়েছে। এই জেলায় প্রচুর মেলা আয়োজিত হয়, বিখ্যাত মেলাগুলি হল জঙ্গলমহল উৎসব, ঝাড়গ্রাম মেলা ও যুব উৎসব, শ্রাবণী মেলা, বৈশাখী মেলা, মিলন মেলা ইত্যাদি।
শিক্ষা
ঝাড়গ্রাম জেলার মােট সাক্ষরতার হার ৭০.৯২ শতাংশ। এই জেলার উল্লখযােগ্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান হল –
- ঝাড়গ্রাম রাজ কলেজ,
- বিবেকানন্দ শতবার্ষিকি মহাবিদ্যালয়,
- সুবর্ণরেখা মহাবিদ্যালয় – শিলদা,
- চন্দ্রশেখর কলেজ,
- সেবা ভারতী মহাবিদ্যালয়,
- গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ – লালগড়,
- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক,
- ঝাড়গ্রাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং ইন্সটিটিউট ইত্যাদি।
পরিবহন ব্যবস্থা
ঝাড়গ্রাম জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি উল্লেখযােগ্য রেলওয়ে স্টেশন হল ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন, বাঁশতলা রেলওয়ে স্টেশন, গিধনি রেলওয়ে স্টেশন, সারদিয়া রেলওয়ে স্টেশন ইত্যাদি।

দর্শনীয় স্থান
ঝাড়গ্রাম জেলার উল্লেখযােগ্য দর্শনীয় স্থানগুলি হল –
ঝাড়গ্রাম রাজবাড়ি
বহু ঐতিহ্যমন্ডিত ভাস্কর্য ও শিল্পকলায় নির্মিত ঝাড়গ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হল ঝাড়গ্রাম রাজবাড়ি। সুবিশাল এই রাজপ্রাসাদ অনেক ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী। একাধিক চলচ্চিত্রও নির্মিত হয়েছে এই রাজপ্রাসাদ ঘিরে।
সাবিত্রী মন্দির
মল্লদেব রাজাদের কুলদেবী সাবিত্রী দেবীর এই গম্বুজাকৃতি মন্দরটি ঝাড়গ্রাম শহরে বিশাল সরােবরের তীরে অবস্থিত। এখানেই দেবী দূর্গার পটের মূর্তি রয়েছে।

জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক
অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম শহরের পূর্বান্তে বনভূমির মধ্যে অবস্থিত এই পার্কে হরিণ, ময়ুর, ভাল্লুক, হায়না, বাঁদর, চিতা, নানান প্রজাতির সাপ সহ বিভিন্ন বন্য প্রাণীদের দেখা যায়৷

হাতি বাড়ি
গােপীবল্লভপুর থেকে ২২ কিলােমিটার দূরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই হাতি বাড়ি।

এছাড়াও –
- চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির,
- দেউলবাড়ের রামেশ্বর মন্দির,
- ঝিল্লির পাখিরালয়,
- তপােবন,
- বাঁদরভুলা সংগ্রহশালা,
- বেলপাহাড়ীর ঘাঘরা,
- গাড়রাসিনী পাহাড়,
- কাঁকড়াঝােড়,
- খ্যাদারাণী,
- লালজল গুহা ইত্যাদি।
ভিডিও ↴
ঝাড়গ্রাম জেলার সংক্ষিপ্ত পরিচয় | About Jhargram District in Bengali –
আরো ভিডিও দেখুন
(About Jhargram District in Bengali)