একনজরে ভারতের প্রতিবেশী দেশসমূহ – Neighbouring Countries of India in Bengali

Date :

Neighbouring Countries of India in Bengali

ভারত আয়তনে পৃথিবীর সপ্তম বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রও আমাদের এই ভারত। আর এই ভারতের চার পাশে অবস্থিত কোন কোন দেশ ভারতের প্রতিবেশী দেশ এবং সেই দেশগুলি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব –

একনজরে ভারতের প্রতিবেশী দেশসমূহ


ভারতের প্রতিবেশী দেশ


ভারতের চারদিকে অবস্থানরত ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হল ৯টি, যার মধ্যে ভারতের পূর্ব দিকে রয়েছে ২টি দেশ, পশ্চিম দিকে রয়েছে ২টি দেশ, উত্তর দিকে রয়েছে ৩টি দেশ এবং দক্ষিণ দিকে রয়েছে ২টি দেশ।

  • পূর্ব দিকে অবস্থানরত ভারতের ২টি প্রতিবেশী দেশ হল – বাংলাদেশ ও মায়ানমার।
  • পশ্চিম দিকে অবস্থানরত ভারতের ২টি প্রতিবেশী দেশ হল – পাকিস্তান ও আফগানিস্তান।
  • উত্তর দিকে অবস্থানরত ভারতের ৩টি প্রতিবেশী দেশ হল – নেপাল, ভুটান ও চীন।
  • দক্ষিণ দিকে অবস্থানরত ভারতের ২টি প্রতিবেশী দেশ হল – শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

ম্যাপের মধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলি


ম্যাপের মধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলি (Neighbouring Countries of India in Map)
ম্যাপের মধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলি (Neighbouring Countries of India in Map)

ভারতের প্রতিবেশী দেশগুলি সম্পর্কে কিছু তথ্য


১. বাংলাদেশ :

  • মোট আয়তন – ১,৪৮,৪৬০ বর্গকিলোমিটার
  • মোট জনসংখ্যা – ১৬১,৩৭৬,৭০৮ জন (২০১৮ আনুমানিক)
  • রাজধানী – ঢাকা
  • প্রধান ভাষা – বাংলা
  • প্রধান ধর্ম – ইসলাম ও হিন্দু

২. মায়ানমার :

  • মোট আয়তন – ৬,৭৬,৫৭৮ বর্গকিলোমিটার
  • মোট জনসংখ্যা – ৫,৩৫,৮২,৮৫৫ জন (২০১৭ আদমশুমারি)
  • রাজধানী – নেপিডো
  • প্রধান ভাষা – বর্মী
  • প্রধান ধর্ম – বৌদ্ধ

৩. পাকিস্তান :

  • মোট আয়তন – ৭,৯৬,১০০ বর্গকিলোমিটার
  • মোট জনসংখ্যা – ২১২,৭৪২,৬৩১ জন (২০১৭ আদমশুমারি)
  • রাজধানী – ইসলামাবাদ
  • প্রধান ভাষা – উর্দু, সিন্ধি, পশতু ও পাঞ্জাবি
  • প্রধান ধর্ম – ইসলাম

৪. আফগানিস্তান :

  • মোট আয়তন – ৬,৫২,৮৬০ বর্গকিলোমিটার
  • মোট জনসংখ্যা – ৩৯,৯০৭,৫০০ জন (২০২১)
  • রাজধানী – কাবুল
  • প্রধান ভাষা – পশতু ও দারি
  • প্রধান ধর্ম – ইসলাম

৫. নেপাল :

  • মোট আয়তন – ১,৪৭,১৮১ বর্গকিলোমিটার
  • মোট জনসংখ্যা – ২৮,০৯৫,৭১৪ জন (২০১৮ আনুমানিক)
  • রাজধানী – কাঠমান্ডু
  • প্রধান ভাষা – নেপালি
  • প্রধান ধর্ম – বৌদ্ধ, হিন্দু এবং ইসলাম

৬. ভুটান :

  • মোট আয়তন – ৩৮,৩৯৪ বর্গকিলোমিটার
  • মোট জনসংখ্যা – ৭৯৭,৭৬৫ জন (২০১৬ আনুমানিক)
  • রাজধানী – থিম্পু
  • প্রধান ভাষা – জংখা ও নেপালি
  • প্রধান ধর্ম – হিন্দু, বৌদ্ধ এবং ইসলাম

৭. চীন :

  • মোট আয়তন – ৯৫,৯৬,৯৬১ বর্গকিলোমিটার
  • মোট জনসংখ্যা – ১,৪৩,৩৭,৮৩,৬৮৬ জন (২০১৯)
  • রাজধানী – বেইজিং
  • প্রধান ভাষা – সরল চীনা
  • প্রধান ধর্ম – লোকধর্ম

৮. শ্রীলঙ্কা :

  • মোট আয়তন – ৬৫,৬১০ বর্গকিলোমিটার
  • মোট জনসংখ্যা – ২,১৮,০৩,০০০ জন (২০১৯)
  • রাজধানী – শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে
  • প্রধান ভাষা – সিংহলি ও তামিল
  • প্রধান ধর্ম – বৌদ্ধ, হিন্দু এবং ইসলাম

৯. মালদ্বীপ :

  • মোট আয়তন – ৩০০ বর্গকিলোমিটার
  • মোট জনসংখ্যা – ৫২৯,৬৬৭ জন (২০১৩)
  • রাজধানী – মালে
  • প্রধান ভাষা – ধিবেহী
  • প্রধান ধর্ম – ইসলাম

ভিডিও ↴


ভারতের প্রতিবেশী দেশ কয়টি ও কি কি এবং দেশগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন তথ্য –

আরো ভিডিও দেখুন

(Neighbouring Countries of India in Bengali)

Gobin
Gobinhttps://bengalknowledge24.com/
I am a Content Creator on YouTube, Facebook, Instagram and Bengal Knowledge 24 Website.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

🔥 আরও দেখুন

গুরুত্বপূর্ণ বিষয় / বিভাগ

আপনার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ বিষয়
Related

ত্রিপুরা রাজ্যের জেলা পরিচিতি – Districts of Tripura State

List of Districts of Tripura State in Bengaliভারতের উত্তর-পূর্ব...

পশ্চিমবঙ্গ রাজ্যের পরিচয় – West Bengal State, India

About West Bengal state in Bengali পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম...

সিকিম রাজ্যের পরিচয় – Sikkim State, India

About Sikkim State in Bengali ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি...

মেঘালয় রাজ্যের পরিচয় – Meghalaya State, India

About Meghalaya State in Bengali প্রচুর বৃষ্টিপাত, সূর্যালোক, কুমারী বন,...

অরুনাচল প্রদেশ রাজ্যের পরিচয় – Arunachal Pradesh State, India

About Arunachal Pradesh State in Bengali বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য্যের অন্যতম...

আসাম রাজ্যের পরিচয় – Assam State, India

About Assam State in Bengali বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ও বিভিন্ন...

নাগাল্যান্ড রাজ্যের পরিচয় – Nagaland State, India

About Nagaland State in Bengali প্রাকৃতিক সৌন্দর্য্য এবং বৈচিত্র্যময় নানান...

মণিপুর রাজ্যের পরিচয় – Manipur State, India

Explanation of Manipur State in Bengali প্রাকৃতিক মনোরম সৌন্দর্য্যের অনন্য...