List of Districts of Tripura State in Bengali
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য হল ত্রিপুরা রাজ্য। ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরার মোট আয়তন ১০,৪৯১ বর্গকিলোমিটার। আগরতলা শহরটি হল ত্রিপুরা রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর।
১৯৪৯ সালে গণমুক্তি আন্দোলনের ফলে ত্রিপুরা অসম রাজ্যের অংশ হিসেবে ভারতের অন্তর্ভূক্ত হয়। ১৯৫৬ সালের নভেম্বরে ত্রিপুরা কোনো আইনসভা ছাড়াই ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে ওঠে এবং ১৯৬৩ সালের জুলাই মাসে ত্রিপুরায় একটি নির্বাচিত মন্ত্রিসভা প্রতিষ্ঠিত হয়। এরপর ২১শে জানুয়ারি ১৯৭২ সালে ত্রিপুরা ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
জেলা পরিচিতি
বর্তমানে ত্রিপুরা রাজ্যটি ৮টি জেলায় বিভক্ত, এই জেলাগুলি হল –
List of Districts of Tripura State
জেলা | সদর দপ্তর | জনসংখ্যা | আয়তন (বর্গ কিমি) |
ধলাই জেলা | আমবাসা | ৩৭৭৯৮৮ | ২৩১২.২৯ |
উত্তর ত্রিপুরা জেলা | ধর্মনগর | ৪১৫৯৪৬ | ১৪২২.১৯ |
দক্ষিণ ত্রিপুরা জেলা | বেলোনিয়া | ৪৩৩৭৩৭ | ২১৫২ |
পশ্চিম ত্রিপুরা জেলা | আগরতলা | ৯১৭৫৩৪ | ৯৮৩.৬৩ |
ঊনকোটি জেলা | কৈলাসহর | ২৭৭৩৩৫ | ৬৮৬.৯৭ |
খোয়াই জেলা | খোয়াই | ৩২৭৫৬৪ | ১৩৭৭.২৮ |
গোমতী জেলা | উদয়পুর | ৪৪১৫৩৮ | ১৫২২.৮ |
সিপাহীজলা জেলা | বিশ্রামগঞ্জ | ৪৮৪২৩৩ | ১০৪৩.০৪ |
তথ্য সংগ্রহ
(List of Districts of Tripura State in Bengali)
ত্রিপুরা রাজ্য সম্পর্কে বিস্তারিত জেনে নিন