(The first Cabinet of West Bengal in Bengali)
পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা
১৯৪৭ সালের ১৪ই আগস্ট ব্রিটিশ বঙ্গদেশ দুটি খন্ডে বিভক্ত হয়। বর্তমানে যার পূর্ব খন্ড বাংলাদেশ এবং পশ্চিমখন্ড পশ্চিমবঙ্গ নামে পরিচিত। খন্ডিত হওয়ার পর পশ্চিমবঙ্গ সে সময় ভারতের একটি রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীন ভারতে শুরু হয় নতুন আইনব্যবস্থা, ফলে তৈরি হয় নতুন আইনসভা। রাজ্য আইনসভা হিসাবে পশ্চিমবঙ্গেও সে সময় ৯০টি কেন্দ্রের বিধায়ক ও দুই জন অ্যাংলাে ইন্ডিয়ান সদস্য নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ বিধানসভা এবং গঠিত হয় পশ্চিমবঙ্গের প্রথম মূখ্যমন্ত্রী ও মূখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা।
পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশনটি বসে ১৯৪৭ সালের ২১শে নভেম্বর। যার অধ্যক্ষ ছিলেন ঈশ্বরচন্দ্র জালান, যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধ্যক্ষ বা স্পীকার। এই সময় অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘােষ। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত সে সময় অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভার মন্ত্রীরা হলেন –
| মন্ত্রিত্ব | মন্ত্রী |
| মূখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষাদপ্তর বিভাগের মন্ত্রী | ড. প্রফুল্লচন্দ্র ঘােষ |
| বাণিজ্য, শ্রম ও শিক্ষামন্ত্রী | সুরেশচন্দ্র ব্যানার্জী |
| অর্থমন্ত্রী | যাদবেন্দ্রনাথ পাঁজা |
| স্বাস্থ্যমন্ত্রী | বিমলচন্দ্র সিন্হা |
| ভূমি ও ভূমিরাজস্ব মন্ত্রী | কালিদাস মুখার্জী |
| কৃষি, বন ও মৎস্য মন্ত্রী | হেমচন্দ্র নম্বর |
| সমবায় ঋণ ও ত্রাণ মন্ত্রী | কমলকৃষ্ণ রায় |
| সেচ, পূর্ত, গৃহনির্মাণ ও জলপথ মন্ত্রী | নিকুঞ্জবিহারী মাইতি |
| অসামরিক সরবরাহ মন্ত্রী | রাধানাথ দাস |
| বিচার ও আইনমন্ত্রী | মােহিনীমােহন বর্মন |
ভিডিও ↴
পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা | The first Cabinet of West Bengal in Bengali –
আরো ভিডিও দেখুন(The first Cabinet of West Bengal in Bengali)

