Wednesday, April 2, 2025

উত্তর দিনাজপুর জেলার পরিচয় – Uttar Dinajpur District, West Bengal

Explanation of Uttar Dinajpur District in Bengali (West Bengal)

Share

Explanation of Uttar Dinajpur District in Bengali

উত্তর দিনাজপুর জেলা (Uttar Dinajpur District)


পশ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে মালদা বিভাগের একটি অন্যতম উল্লেখযােগ্য জেলা হল উত্তর দিনাজপুর জেলা। পূর্বতন দিনাজপুর জেলা থেকে বিভক্তিত হয়ে বর্তমান উত্তর দিনাজপুর জেলা গঠিত হয়েছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি অভয়ারণ্য রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য এই জেলায় অবস্থিত।

মানচিত্র


Map of Uttar Dinajpur District
উত্তর দিনাজপুর জেলার মানচিত্র (Map of Uttar Dinajpur District)
Uttar Dinajpur District
পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রে উত্তর দিনাজপুর জেলার অবস্থান (Uttar Dinajpur District)

প্রতিষ্ঠিত


উত্তর দিনাজপুর জেলাটি স্থাপিত হয় ১লা এপ্রিল ১৯৯২ সালে। (২৮.০২.১৯৯২ তারিখের গেজেট নোটিফিকেশন নং 177 L.R/6M-7/92 এর মাধ্যমে অস্তিত্ব লাভ করে।)

আয়তন


উত্তর দিনাজপুর জেলাটির মােট আয়তন ৩,১৪০ বর্গ কিলােমিটার।

জনসংখ্যা


২০১১ সালের আদমশুমারি অনুসারে উত্তর দিনাজপুর জেলার মােট জনসংখ্যা ৩০,০৭,১৩৪ জন।

  • পুরুষ জনসংখ্যা – ১৫,৫১,০৬৬ জন।
  • মহিলা জনসংখ্যা – ১৪,৫৬,০৬৮ জন।
  • জনঘনত্ব – ৯৬০ জন প্রতি বর্গ কিলােমিটার।
  • লিঙ্গানুপাত – ৯৩৯ জন মহিলা প্রতি ১০০০ জন পুরুষ।
  • সাক্ষরতা – ৬০.১৩ শতাংশ।

সীমানা


ভৌগলিক অবস্থানগত দিক থেকে উত্তর দিনাজপুর জেলার উত্তর সীমান্তে রয়েছে দার্জিলিং জেলা, দক্ষিণ সীমান্তে রয়েছে মালদা জেলা, পূর্বে বাংলাদেশ রাষ্ট্র এবং পশ্চিমে রয়েছে বিহার রাজ্য।

নামকরণ


ইতিহাস অনুযায়ী, জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। পরবর্তীতে ব্রিটিশরা রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর।

ইতিহাস


দেশভাগের পর দিনাজপুর জেলার পশ্চিমাংশ পশ্চিম দিনাজপুর নামে পশ্চিমবঙ্গে যুক্ত হলে পরে তার উত্তরাংশ এবং বিহারের কিশানগঞ্জের ইসলামপুর অঞ্চলকে এক করে ১লা এপ্রিল ১৯৯২ সালে উত্তর দিনাজপুর জেলার আত্মপ্রকাশ ঘটে।

প্রশাসনিক বিভাগ


জেলা সদর : উত্তর দিনাজপুর জেলার জেলা সদর হল রায়গঞ্জ।

মহকুমা : উত্তর দিনাজপুর জেলার মহকুমা ২টি –

  • রায়গঞ্জ মহকুমা ও
  • ইসলামপুর মহকুমা।

পৌরসভা : উত্তর দিনাজপুর জেলার পৌরসভা ৪টি, এগুলি হল –

  • রায়গঞ্জ পৌরসভা,
  • কালিয়াগঞ্জ পৌরসভা,
  • ডালখােলা পৌরসভা ও
  • ইসলামপুর পৌরসভা।

ব্লক : উত্তর দিনাজপুর জেলার ব্লক সংখ্যা হল ৯টি, এগুলি হল –

  • চোপরা,
  • ইসলামপুর,
  • গােয়ালপােখর-১,
  • গােয়ালপােখর-২,
  • করণদিঘি,
  • রায়গঞ্জ,
  • হেমতাবাদ,
  • কালিয়াগঞ্জ ও
  • ইটাহার।

পঞ্চায়েত সমিতি : উত্তর দিনাজপুর জেলায় ৯টি পঞ্চায়েত সমিতি রয়েছে।

গ্রাম পঞ্চায়েত : উত্তর দিনাজপুর জেলায় গ্রাম পঞ্চায়েত রয়েছে ৯৮টি।

মৌজা : ১,৫০৪টি।

গ্রাম : উত্তর দিনাজপুর জেলায় মোট গ্রাম রয়েছে ১,৫১৬টি।

জেলা পরিষদ : উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সংখ্যা ১টি।

গ্রাম সংসদ : ১,৬৩২টি।

থানা : উত্তর দিনাজপুর জেলায় মােট থানা রয়েছে ৯টি।

লােকসভা কেন্দ্র : উত্তর দিনাজপুর জেলায় লােকসভা কেন্দ্র রয়েছে ১টি, এটি হল রায়গঞ্জ লােকসভা কেন্দ্র।

বিধানসভা কেন্দ্র : উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা কেন্দ্র রয়েছে ৯টি, এগুলি হল –

  • চোপরা বিধানসভা কেন্দ্র,
  • ইসলামপুর বিধানসভা কেন্দ্র,
  • গােয়ালপােখর বিধানসভা কেন্দ্র,
  • চাকুলিয়া বিধানসভা কেন্দ্র,
  • করণদিঘি বিধানসভা কেন্দ্র,
  • হেমতাবাদ বিধানসভা কেন্দ্র,
  • কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র,
  • রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র ও
  • ইটাহার বিধানসভা কেন্দ্র।

ভূ-প্রকৃতি


পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের অন্তর্গত এই উত্তর দিনাজপুর জেলার প্রাকৃতিক সৌন্দৰ্য্যও অপরূপ। এই জেলার উত্তরাংশকে তাল বলা হয় এবং দক্ষিণাংশ লাল রং এর প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত কিছুটা বন্ধুরতাযুক্ত, মাঝে মাঝে টিলাযুক্ত – যা বরেন্দ্রভূমি নামে পরিচিত। জেলাটি সাধারণভাবে সমতল হলেও উত্তর থেকে দক্ষিণে সামান্য ঢালু, ফলে প্রধান প্রধান নদীগুলির অভিমুখও উত্তর থেকে দক্ষিণমুখী৷

নদ-নদী


উত্তর দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযােগ্য নদীগুলি হল কুলিক, নাগর, মহানন্দা, করতােয়া, শ্ৰীমতী, গােবরা, ফুলহার ইত্যাদি।

বনাঞ্চল


উত্তর দিনাজপুর জেলার মাত্র ১০ বর্গ কিলােমিটার ক্ষেত্রফল বনভূমি দ্বারা আচ্ছাদিত। বনভূমিগুলি জেলার বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও কুলিক নদীর তীর বরাবর ও জেলাটির দক্ষিণপ্রান্তে বেশি অবস্থিত। কুলিক পাখিরালয় এই জেলার একটি অন্যতম আকর্ষণ। এই জেলায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি অভয়ারণ্য রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য, যা কুলিক পাখিরালয় হিসাবেও পরিচিত।

জলবায়ু


উত্তর দিনাজপুর জেলার জলবায়ু উচ্চ আর্দ্রতা, প্রচুর বৃষ্টিপাত, শীতকালীন অধিক ঠান্ডা এবং গ্রীষ্মকালীন অধিক গরম বৈশিষ্ট্যযুক্ত।

কৃষিকাজ


উত্তর দিনাজপুর জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালাে হয়। এই জেলায় ধান, গম, ভূট্টা, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল উৎপাদিত হয়।

ভাষা


উত্তর দিনাজপুর জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় উর্দু, হিন্দি, সুরজাপুরী, সাঁওতালি, সাদরি, সাভারা প্রভৃতি ভাষাও প্রচলিত।

ধর্ম


২০১১ সালের জনগণনা অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় বসবাসকারী মোট জনসংখ্যার ৪৯.৩১% হিন্দু ধর্মাবলম্বী, ৪৯.৯২% ইসলাম ধর্মাবলম্বী, ০.৫৬% খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ০.২১% অন্যান্য ধর্মাবলম্বী।

সাক্ষরতা


উত্তর দিনাজপুর জেলার মােট সাক্ষরতার হার ৬০.১৩ শতাংশ।

শিক্ষাপ্রতিষ্ঠান


উত্তর দিনাজপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লখযােগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল –

  • রায়গঞ্জ ইউনিভার্সিটি,
  • রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ,
  • রায়গঞ্জ পলিটেকনিক কলেজ,
  • ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ,
  • রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়,
  • ইসলামপুর কলেজ,
  • কালিয়াগঞ্জ কলেজ,
  • রায়গঞ্জ বিএড. কলেজ ইত্যাদি।
Raiganj University
রায়গঞ্জ ইউনিভার্সিটি (Raiganj University; Photo Source – https://raiganjuniversity.ac.in/wp-content/uploads/2019/05/rgu_slider1-768×384.jpg)

পরিবহন ব্যবস্থা


উত্তর দিনাজপুর জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার উল্লেখযােগ্য কয়েকটি রেলস্টেশন হল রায়গঞ্জ রেলস্টেশন, রাধিকাপুর প্রান্তিক রেলস্টেশন, আলুবাড়ি রােড জংশন, ডালখােলা রেলস্টেশন প্রভৃতি। বর্তমানে উত্তর দিনাজপুর জেলাটিতে বিমানবন্দর বা বিমান পরিসেবার ব্যবস্থা না থাকলেও রায়গঞ্জে একটি বিমানবন্দর নির্মানের পরিকল্পনা রয়েছে।

দর্শনীয় স্থান


উত্তর দিনাজপুর জেলার উল্লেখযােগ্য দর্শনীয় স্থানগুলি হল –

  • কুলিক পাখিরালয় :

উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর রায়গঞ্জের নিকটবর্তী কুলিক নদীর তীরে অবস্থিত রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য, যা কুলিক পাখি অভয়ারণ্য নামে পরিচিত। ১.৩ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই অভয়ারণ্যটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়৷ এই পাখিরালয়ে ১৬৪ প্রজাতির পাখির আবাসস্থল রয়েছে এবং প্রতি বছর প্রায় ৭০,০০০ থেকে ৮০,০০০ পরিযায়ী পাখি এই অভয়ারণ্য পরিদর্শন করে। আবাসিক পাখিদের মধ্যে প্রধানত রয়েছে বগলা, পানকৌড়ি, শামুকখােল, ফিঙে, দোয়েল, পেঁচা, কাঠঠোকরা, কিংফিশার এবং আরও অনেক কিছু। এছাড়াও উপকূলীয় এলাকা এবং দক্ষিণ এশীয় এলাকা থেকে প্রতি বছর এখানে প্রচুর পরিযায়ী পাখি উড়ে আসে। প্রধান পরিযায়ী প্রজাতির মধ্যে রয়েছে ইগ্রেট, ওপেন-বিল স্টর্ক, কালো-মুকুট নাইট হেরন, পন্ড হেরন, ইন্ডিয়ান শ্যাগ, লিটল কর্মোরেন্টস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এশিয়ান ওপেনবিল। পাখি ছাড়াও, অভয়ারণ্যের উদ্ভিদ এবং চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য্য বিশেষ আকর্ষণীয়।

কুলিক পাখিরালয় (Kulik Bird Sanctuary, Raiganj, Uttar Dinajpur District)
কুলিক পাখিরালয় (Kulik Bird Sanctuary, Raiganj, Uttar Dinajpur; Photo Source – https://uttardinajpur.gov.in/gallery/raiganj-kulik/)
  • সাপনিকলা বন :

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের অধীনে এবং ইসলামপুর থেকে ২২ কিমি দূরে অবস্থিত সাপনিকলা ফরেস্ট প্রাকৃতিক পরিবেশের একটি অন্যতম মনোমুগ্ধকর স্থান। বনের ধরন প্রধানত উত্তর গ্রীষ্মমন্ডলীয় সর্বাধিক মিশ্র পর্ণমোচী বন।

সাপনিকলা বন (Sap Nikla Forest, Uttar Dinajpur District)
সাপনিকলা বন (Sap Nikla Forest, Uttar Dinajpur District; Photo Source – https://uttardinajpur.gov.in/tourist-place/sap-nikla-forest/)
  • বাহিন জমিদার বাড়ি :

রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামে অবস্থিত বাহিন জমিদার বাড়িটি উত্তর দিনাজপুর জেলার একটি অন্যতম উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান। রায়গঞ্জের নাগর নদীর তীরে বাহিন জমিদার ঈশ্বরচন্দ্র চৌধুরী বাড়িটি নির্মাণ করেছিলেন। ইটের তৈরি এই জমিদার বাড়িটিতে বড় কক্ষ এবং একটি বারান্দা রয়েছে। ২০১১ সালে, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন বাড়িটিকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করেছিল।

বাহিন জমিদার বাড়ি (Bahin Zamindar Bari, Uttar Dinajpur District)
বাহিন জমিদার বাড়ি (Bahin Zamindar Bari, Uttar Dinajpur district; Photo Source – https://uttardinajpur.gov.in/gallery/bahin-zamindar-bari/)
  • কুনোর :

এটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত একটি মাঝারি আকারের গ্রাম। এই গ্রামটি প্রধানত কাঁদামাটি অথবা পোড়ামাটির মৃৎশিল্পের জন্য বিখ্যাত।

কুনোর, কালিয়াগঞ্জে মৃৎশিল্পের কাজ (Pottery Work at Kunor, Kaliyaganj, Uttar Dinajpur district)
কুনোর, কালিয়াগঞ্জে মৃৎশিল্পের কাজ (Pottery Work at Kunor, Kaliyaganj, Uttar Dinajpur district; Photo Source – https://uttardinajpur.gov.in/gallery/kunor/)
  • কর্ণজোড়া সংগ্রহশালা ও উদ্যান :

উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া সংগ্রহশালা মৃৎশিল্পের কাজ এবং টেরাকোটা ভাস্কর্যগুলির জন্য বিশেষ আকর্ষণীয়। এটি বিরল ধরণের উদ্ভিদ এবং প্রাণীর সংগ্রহের জন্যও অধিক বিখ্যাত।

  • বিন্দোল ভৈরবী মন্দির,
  • বুরহানা ফকিরের মসজিদ,
  • স্বামীনাথ মন্দির ইত্যাদি।

ভিডিও ↴

উত্তর দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয় | Explanation of Uttar Dinajpur District in Bengali –

আরো ভিডিও দেখুন

(Explanation of Uttar Dinajpur District in Bengali)

তথ্যসূত্র


Gobin
Gobinhttps://bengalknowledge24.com/
I am a Content Creator on YouTube, Facebook, Instagram and Bengal Knowledge 24 Website.

আরও পড়ুন

আপনার জন্য বিশেষ নিবন্ধ