মালদা জেলার পরিচয় – Malda District, West Bengal

Date :

Explanation of Malda District in Bengali

মালদা জেলা (Malda District)


মালদা জেলা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযােগ্য জেলা, যা মালদা বা মালদহ নামেও পরিচিত। একসময় এই মালদা জেলা বাংলার রাজধানী ছিল। এটি বাংলাদেশের সাথে ১৫.৫ কিমি আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে। এই অঞ্চলে উৎপাদিত বিশেষ জাতের আম হল ফজলি, যা বিশ্বজুড়ে রপ্তানি হয় এবং আন্তর্জাতিক ভাবে প্রশংসিত।

মানচিত্র


মালদা জেলার মানচিত্র (Map of Malda District)
মালদা জেলার মানচিত্র (Map of Malda District)
পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রে মালদা জেলার অবস্থান (Malda District Map on West Bengal State Map)
পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রে মালদা জেলার অবস্থান (Malda District map)

প্রতিষ্ঠিত


মালদা জেলাটি স্থাপিত হয় ১৭ই আগস্ট ১৯৪৭ সালে।

আয়তন


মালদা জেলার মােট আয়তন ৩,৭৩৩ বর্গ কিলােমিটার।

জনসংখ্যা


২০১১ সালের আদমশুমারি অনুসারে মালদা জেলার মোট জনসংখ্যা ৩,৯৮৮,৮৪৫ জন।

  • পুরুষ জনসংখ্যা – ২,০৫১,৫৪১ জন
  • মহিলা জনসংখ্যা – ১,৯৩৭,৩০৪ জন
  • জনসংখ্যা বৃদ্ধি হার – ২১.২২%
  • জনঘনত্ব – ১,০৬৯ জন/বর্গ কিলোমিটার
  • লিঙ্গানুপাত – ৯৪৪ জন মহিলা/১০০০ জন পুরুষ
  • সাক্ষরতার হার – ৬১.৭৩%

সীমানা


ভৌগলিক অবস্থানগত দিক থেকে মালদা জেলার উত্তর সীমান্তে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা এবং বিহার রাজ্য, দক্ষিণ সীমান্তে রয়েছে মুর্শিদাবাদ জেলা ও বাংলাদেশ রাষ্ট্র, পূর্বে রয়েছে বাংলাদেশ রাষ্ট্র এবং পশ্চিমে রয়েছে ঝাড়খন্ড ও বিহার রাজ্য।

ইতিহাস


উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা একসময় গৌড়-বঙ্গের রাজধানী ছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ১৮১৩ সালে পূর্ণিয়া, দিনাজপুর ও রাজশাহী জেলার কিছু অংশের সমন্বয়ে মালদা জেলাটি গঠিত হয়। তবে ১৮৭৬ সাল পর্যন্ত এই জেলা রাজশাহী বিভাগের অংশ ছিল এবং পরে ১৯০৫ সাল পর্যন্ত ভাগলপুর বিভাগের অন্তর্ভূক্ত হয়। পরে আবারও ১৯৪৭ সাল পর্যন্ত এই জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত হয়।

এরপর ১৯৪৭ সালে দেশভাগের কারণে এই জেলা পাকিস্তানে বা ভারতে কোন দিকে যাওয়া উচিত তা ঠিক না থাকায় কয়েকদিনের জন্য জেলাটি পূর্ব পাকিস্তানের ম্যাজিস্ট্রেটের অধীনে থাকে, কারণ স্যার য়ার্ডক্লিফ সেই সময় দেশভাগ ঘােষণার বিষয়টি এই জেলার জন্য পরিষ্কার করে দেয়নি। তবে কয়েকদিন পর স্যার য়ার্ডক্লিফ দেশভাগের বিবরণ প্ৰকাশিত করলে ১লা আগস্ট ১৯৪৭ সালে জেলাটি পশ্চিমবঙ্গে চলে আসে, এরপর ১৯৪৭ সালের ১৭ই আগস্ট নতুন করে মালদা জেলার আত্মপ্রকাশ ঘটে।

প্রশাসনিক বিভাগ


জেলা সদর : মালদা জেলার জেলা সদর হল ইংলিশবাজার।

মহকুমা : মালদা জেলার মহকুমা ২টি –

  • মালদা সদর মহকুমা ও
  • চাঁচল মহকুমা।

পৌরসভা : মালদা জেলার পৌরসভাও ২টি –

  • ইংলিশবাজার পৌরসভা ও
  • পুরাতন মালদা পৌরসভা।

ব্লক : মালদা জেলার ব্লক সংখ্যা হল ১৫টি (মালদা সদর মহাকুমার ৯টি ব্লক ও চাঁচল মহাকুমার ৬টি ব্লক), এগুলি হল –

  • ইংলিশবাজার,
  • গাজোল,
  • হাবিবপুর,
  • কালিয়াচক-১,
  • কালিয়াচক-২,
  • কালিয়াচক-৩,
  • মানিকচক,
  • পুরাতন মালদা,
  • বামনগােলা,
  • চাঁচল-১,
  • চাঁচল-২,
  • রতুয়া-১,
  • রতুয়া-২,
  • হরিশ্চন্দ্রপুর-১ ও
  • হরিশ্চন্দ্রপুর-২।

পঞ্চায়েত সমিতি : মালদা জেলায় ১৫টি পঞ্চায়েত সমিতি রয়েছে।

গ্রাম পঞ্চায়েত : মালদা জেলায় গ্রাম পঞ্চায়েত রয়েছে ১৪৬টি।

জেলা পরিষদ : মালদা জেলার জেলাপরিষদের সংখ্যা ১টি।

গ্রাম : মালদা জেলায় গ্রাম রয়েছে ৩,৭০১টি।

থানা : মালদা জেলায় মােট থানা রয়েছে ১১টি।

লােকসভা কেন্দ্র : মালদা জেলায় লােকসভা কেন্দ্র রয়েছে ২টি –

  • মালদা উত্তর লােকসভা কেন্দ্র ও
  • মালদা দক্ষিণ লােকসভা কেন্দ্র।

বিধানসভা কেন্দ্র : মালদা জেলায় বিধানসভা কেন্দ্র রয়েছে ১২টি, এগুলি হল –

  • হাবিবপুর বিধানসভা কেন্দ্র,
  • গাজোল বিধানসভা কেন্দ্র,
  • চাঁচল বিধানসভা কেন্দ্র,
  • হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র,
  • মালতীপুর বিধানসভা কেন্দ্র,
  • রতুয়া বিধানসভা কেন্দ্র,
  • মানিকচক বিধানসভা কেন্দ্র,
  • মালদহ বিধানসভা কেন্দ্র,
  • ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্র,
  • মােথাবাড়ি বিধানসভা কেন্দ্র,
  • সুজাপুর বিধানসভা কেন্দ্র ও
  • বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র।

দাপ্তরিক ওয়েবসাইট : https://malda.gov.in/

ভূ-প্রকৃতি


পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা এই মালদা জেলার প্রাকৃতিক সৌন্দৰ্য্যও অপরূপ। মালদা জেলার মৃত্তিকা সমতল প্রকৃতির, যা জেলাটির উত্তর-দক্ষিণে প্রবাহিত মহানন্দা নদীর উভয় তীরে পরিলক্ষিত হয়। অপরপক্ষে জেলাটির দক্ষিণভাগ গঙ্গার পললমৃত্তিকা সমৃদ্ধ, ফলে অঞ্চলটি উর্বর ও কৃষিসমৃদ্ধ। মালদা জেলার ভূ-প্রকৃতি মূলত সমতল হলেও কিছু কিছু স্থানে উঁচু-নিচু ভূমি দেখতে পাওয়া যায়।

নদ-নদী


মালদা জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযােগ্য নদীগুলি হল গঙ্গা, মহানন্দা, কালিন্দী, টাঙ্গন, নগর, পূনর্ভবা ইত্যাদি।

বনভূমি


মালদা জেলার মাত্র ১৭ বর্গ কিলােমিটার এলাকা বনভূমি দ্বারা আচ্ছাদিত। জেলার দক্ষিণ ও মধ্যভাগে বিস্তৃত এই বনভূমিগুলির অধিকাংশই মহানন্দা ও কালিন্দী নদীর তট বরাবর অবস্থিত।

কৃষিকাজ


মালদা একটি কৃষি নির্ভর জেলা। মালদা জেলায় ধান, গম, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। মালদা জেলা পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে দশম এবং গম উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে। আম, পাট এবং রেশম এই জেলার সর্বাধিক উল্লেখযোগ্য পণ্য। মালদা ভারতে সেরা মানের পাট উৎপাদনকারী একটি জেলা এবং ফজলি আম উৎপাদনে মালদা জেলার বিশেষ সুপরিচিতি রয়েছে।

অর্থনীতি ও শিল্প


কৃষি হল মালদা জেলার অর্থনীতির প্রধান উৎস। বৃহৎ শিল্পে এই জেলা বিশেষ উন্নত না হলেও এখানকার ক্ষুদ্র ও কুটির শিল্পের বিশেষ খ্যাতি রয়েছে। কৃৃষি ছাড়াও মালদা জেলার বহু পুরানো ঐতিহ্য ও পর্যটনস্থল জেলাটির অর্থনীতির আরেকটি অন্যতম উৎস।

ভাষা


মালদা জেলায় বসবাসকারী বেশীরভাগ মানুষদের প্রধান ভাষা হল বাংলা। তবে এই জেলায় সাঁওতালি, হিন্দি, খোরঠা প্রভৃতি ভাষাও প্রচলিত।

ধর্ম


২০১১ সালের আদমশুমারি অনুসারে মালদা জেলায় বসবাসকারী মানুষদের মধ্যে ৪৭.৯৯% হিন্দু ধর্মাবলম্বী, ৫১.২৭% ইসলাম ধর্মাবলম্বী, ০.৩৩% খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ০.৪১% অন্যান্য ধর্মাবলম্বী।

শিক্ষা


মালদা জেলার সাক্ষরতার হার ৬১.৭৩ শতাংশ এই জেলার কয়েকটি উল্লেখযােগ্য শিক্ষাপ্রতিষ্ঠান হল –

  • গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়,
  • মালদা কলেজ,
  • মালদা ওমেনস্ কলেজ,
  • গৌড় মহাবিদ্যালয়,
  • চাঁচল কলেজ,
  • হরিশ্চন্দ্রপুর কলেজ,
  • কালিয়াচক কলেজ,
  • মালদা মেডিক্যাল কলেজ,
  • মালদা পলিটেকনিক কলেজ ইত্যাদি।

সংস্কৃতি


মালদা জেলার একটি অন্যতম বৈশিষ্ট্য হল গম্ভীরা লোকজ সংস্কৃতি, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আনন্দ ও দুঃখের প্রতিনিধিত্ব করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিষয় উপস্থাপনের এক অনন্য মাধ্যম।

Bengali folk song Gombhira performance
গম্ভীরা অনুষ্ঠান (Bengali folk song Gombhira performance; Photo Source – WikiMedia; Author – Anup Sadi)

এছাড়াও আলকাপ ও কবিগান উল্লেখযোগ্য। গম্ভীরা মালদহ জেলার একটি ঐতিহাসিক ও ঐতিহ্যপুর্ণ অনুষ্ঠান। বিশেষত চৈত্রের শেষ সপ্তাহে তিনদিনব্যাপী এই অনুষ্ঠান উৎযাপিত হয়। বঙ্গদেশের প্রাচীন ও অধুনালুপ্ত শাস্ত্রীয় নৃৃত্য তথা গৌড়ীয় নৃত্যের উৎপত্তি মালদহ জেলাতেই।

পরিবহন ব্যবস্থা


মালদা জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই, সঙ্গে রেলপথ ও আকাশপথেরও ব্যবস্থা রয়েছে। এই জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল মালদা টাউন রেলওয়ে স্টেশন, ওল্ড মালদা জংশন, সিঙ্গাবাদ প্রান্তিক স্টেশন, একলাখি জংশন, কুমেদপুর জংশন ইত্যাদি এবং এই জেলার একমাত্র বিমানবন্দরটি হল মালদা বিমানবন্দর।

দর্শনীয় স্থান


মালদা জেলার কয়েকটি উল্লেখযােগ্য দর্শনীয় স্থান হল –

  • রামকেলি :

মালদা শহর থেকে প্রায় ১৪ কিলােমিটার দূরে অবস্থিত গৌড়ের পথে একটি ছােট্ট গ্রাম রামকেলি বাংলার মহান ধর্ম সংস্কারক শ্রী চৈতন্যের অস্থায়ী বাড়ি হিসাবে বিখ্যাত, যেখানে তিনি বৃন্দাবনে যাওয়ার পথে কিছু দিন অবস্থান করেছিলেন। দুটি তমাল এবং দুটি কদম্ব গাছের সমষ্টি এখনও দেখা যায়, যার অধীনে তিনি ধ্যান করেছিলেন বলে জানা যায়। এই গাছের নীচে নির্মিত একটি ছােট মন্দিরে পাথরের ওপর শ্রীচৈতন্যের পায়ের চিহ্ন রয়েছে।

রামকেলি (Ramkeli, Malda District)
রামকেলি (Ramkeli, Malda District; Photo Source – https://malda.gov.in/gallery/ramkeli-photos/)
  • বারােদুয়ারী/বােরাে সােনা মসজিদ :

রামকেলির দক্ষিণে আধা কিলােমিটার দূরে বারােদুয়ারী মসজিদটি অবস্থিত। ইট ও পাথরের বিশাল আয়তাকার কাঠামােযুক্ত এই মসজিদটি গৌড়ের বৃহত্তম স্মৃতিসৌধ, যা পর্যটকদের বিশেষ আকর্ষণ করে।

বারােদুয়ারী/বােরাে সােনা মসজিদ (Baroduari/Boro Sona Mosque, Malda District)
বারােদুয়ারী/বােরাে সােনা মসজিদ (Baroduari/Boro Sona Mosque, Malda District; Photo Source – https://malda.gov.in/gallery/baroduari-boro-sona-mosque-photo/)
  • দাখিল দরজা :

১৪২৫ সালে নির্মিত দাখিল দরজা একটি চিত্তাকর্ষক প্রবেশদ্বার। এটি একটি মুসলিম স্মৃতিস্তম্ভ, যা ছোট লাল ইট এবং পােড়ামাটি দিয়ে তৈরি।

দাখিল দরজা (Dakhil Darwaja, Malda District)
দাখিল দরজা (Dakhil Darwaja, Malda District; Photo Source – https://malda.gov.in/gallery/dakhil-darwaja-photo/)
  • ফিরােজ মিনার :

দাখিল দরজা থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত ফিরােজ মিনার। কুতুব মিনারের মতাে দেখতে এই পাঁচতলা টাওয়ারটি ২৬ মিটার উঁচু এবং ১৯ মিটার পরিধি।

ফিরােজ মিনার (Firoz Minar, Malda District)
ফিরােজ মিনার (Firoz Minar, Malda District; Photo Source – https://malda.gov.in/gallery/firoz-minar-photo/)

 

  • আদিনা হরিণ উদ্যান :

জেলা শহর মালদা থেকে ২১ কিলােমিটার দুরে আদিনা হরিণ উদ্যানটি অবস্থিত। এটি রাজ্যে চিতল বা দাগযুক্ত হরিণের একটি গুরুত্বপূর্ণ বংশনকেন্দ্র এবং কখনাে কখনাে তারা সংখ্যায় উপচে পড়ে।

আদিনা হরিণ উদ্যান (Adina Eco Park, Malda District)
আদিনা হরিণ উদ্যান (Adina Eco Park, Malda District; Photo Source – https://malda.gov.in/gallery/adina-eco-park/)
  • আদিনা মসজিদ :

সুলতান সিকান্দার শাহ কর্তৃক ১৩৬৯ সালে নির্মিত এই আদিনা মসজিদ ভারতের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি।

আদিনা মসজিদ (Adina Mosque, Malda District)
আদিনা মসজিদ (Adina Mosque, Malda District; Photo Source – https://malda.gov.in/gallery/adina-and-eklakhi/)

এছাড়াও –

  • মা জহুরা মন্দির,
  • মালদহ জেলা সংগ্রহশালা,
  • চিকা মসজিদ,
  • একলাখী সমাধীসৌধ,
  • চাঁচল রাজবাড়ি ইত্যাদি।

ভিডিও ↴

মালদা জেলার সংক্ষিপ্ত পরিচয় | Explanation of Malda District in Bengali –

আরো ভিডিও দেখুন

(Explanation of Malda District in Bengali)

তথ্যসূত্র


Gobin
Gobinhttps://bengalknowledge24.com/
I am a Content Creator on YouTube, Facebook, Instagram and Bengal Knowledge 24 Website.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

🔥 আরও দেখুন

গুরুত্বপূর্ণ বিষয় / বিভাগ

আপনার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ বিষয়
Related

ত্রিপুরা রাজ্যের জেলা পরিচিতি – Districts of Tripura State

List of Districts of Tripura State in Bengaliভারতের উত্তর-পূর্ব...

পশ্চিমবঙ্গ রাজ্যের পরিচয় – West Bengal State, India

About West Bengal state in Bengali পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম...

সিকিম রাজ্যের পরিচয় – Sikkim State, India

About Sikkim State in Bengali ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি...

মেঘালয় রাজ্যের পরিচয় – Meghalaya State, India

About Meghalaya State in Bengali প্রচুর বৃষ্টিপাত, সূর্যালোক, কুমারী বন,...

অরুনাচল প্রদেশ রাজ্যের পরিচয় – Arunachal Pradesh State, India

About Arunachal Pradesh State in Bengali বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য্যের অন্যতম...

আসাম রাজ্যের পরিচয় – Assam State, India

About Assam State in Bengali বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ও বিভিন্ন...

নাগাল্যান্ড রাজ্যের পরিচয় – Nagaland State, India

About Nagaland State in Bengali প্রাকৃতিক সৌন্দর্য্য এবং বৈচিত্র্যময় নানান...

মণিপুর রাজ্যের পরিচয় – Manipur State, India

Explanation of Manipur State in Bengali প্রাকৃতিক মনোরম সৌন্দর্য্যের অনন্য...