Tuesday, April 1, 2025

কোলকাতা জেলার পরিচয় – Kolkata District, West Bengal

Explanation of Kolkata District in Bengali (West Bengal)

Share

Explanation of Kolkata District in Bengali

কোলকাতা জেলা (Kolkata District)


পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে অন্যতম উল্লেখযােগ্য জেলা হল কোলকাতা জেলা, যার সদর দপ্তর কোলকাতা শহর হল পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী।

মানচিত্র


কোলকাতা জেলার মানচিত্র (Map of Kolkata District)
কোলকাতা জেলার মানচিত্র (Map of Kolkata District)
পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রে কোলকাতা জেলার অবস্থান (Kolkata District Map)
পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রে কোলকাতা জেলার অবস্থান (Kolkata District Map)

প্রতিষ্ঠিত


কোলকাতা জেলাটি গঠিত হয় ১৯৪৭ সালে।

আয়তন


কোলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কোলকাতা জেলার মােট আয়তন ১৮৫ বর্গ কিলােমিটার। আয়তনের দিক থেকে কোলকাতা জেলা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির থেকে সবচেয়ে ছােটো জেলা।

জনসংখ্যা


২০১১ সালের জনগণনা অনুযায়ী, কোলকাতা জেলার মােট জনসংখ্যা ৪,৪৯৬,৬৯৪ জন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির মধ্যে কোলকাতা জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি।

  • পুরুষ জনসংখ্যা : ২,৩৫৬,৭৬৬ জন
  • মহিলা জনসংখ্যা : ২,১৩৯,৯২৮ জন
  • জনসংখ্যা বৃদ্ধির হার : -১.৬৭%
  • জনঘনত্ব : ২৪,৩০৬ জন/বর্গ কিলোমিটার
  • লিঙ্গ অনুপাত : ৯০৮ জন মহিলা/১০০০ জন পুরুষ
  • স্বাক্ষরতার হার : ৮৬.৩১%

সীমানা


ভৌগলিক অবস্থানগত দিক থেকে কোলকাতা জেলার উত্তর সীমান্তে রয়েছে উত্তর চব্বিশ পরগণা জেলা, পূর্ব ও দক্ষিণ সীমান্তে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণা জেলা এবং পশ্চিমে রয়েছে হুগলি নদী ও হাওড়া জেলা।

নামকরণ


কোলকাতা জেলার নামকরণ করা হয়েছে এই জেলার জেলা সদর কোলকাতার নামানুসারে। আর এই ‘কোলকাতা’ নামটির উৎপত্তি নিয়ে নানা মতামত রয়েছে। একটি মতে, ‘কালীক্ষেত্র’ অর্থাৎ ‘হিন্দু দেবী কালীর স্থান’ নামটি থেকে ‘কলিকাতা’ বা ‘কলকাতা’ নামটির উৎপত্তি। আবার অন্য একটি মতে, বাংলা ‘খাল’ ও ‘কাটা’ শব্দ দুটির বিকৃতির ফলে ‘কলকাতা’ নামটির উৎপত্তি। বাংলায় ‘কলিকাতা’ বা ‘কলকাতা’ নামটি প্রচলিত হলেও ইংরেজি ভাষায় এটি ‘ক্যালকাটা’ নামে পরিচিত ছিল। ২০০১ সালে বাংলা উচ্চারণের সঙ্গে সমতা রেখে ইংরেজিতেও এর নাম ‘কলকাতা’ রাখা হয়।

ইতিহাস


১৬৯০ সালে প্রতিষ্ঠিত কলকাতা ব্রিটিশ শাসনকালে ভারতের ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলির রাজধানী ছিল। পরবর্তীতে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করলে কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী ও একটি জেলায় রূপান্তরিত হয়।

Birds Eye View of Dharmatala in Grayscale, kolkata, West Bengal
Birds Eye View of Dharmatala in Grayscale, kolkata, West Bengal

প্রশাসনিক বিভাগ


কোলকাতা জেলা হল পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যার কোনাে মহকুমা নেই। কোলকাতা পুলিশ এবং কোলকাতা পৌরসংস্থার এক্তিয়ার এলাকার বিশেষ অংশ এই জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর অর্থাৎ জেলা সমাহর্তার এক্তিয়ার এলাকাভুক্ত। এই জেলার গণপরিষেবা অর্থাৎ জলসরবরাহ, নিকাশী ইত্যাদির সুবিধা দেয় কোলকাতা পৌরসংস্থা।

জেলা সদর : পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কোলকাতা জেলার জেলা সদর হল কোলকাতা।

লােকসভা কেন্দ্র : কোলকাতা জেলায় লােকসভা কেন্দ্র রয়েছে ২টি, একটি কোলকাতা উত্তর লােকসভা কেন্দ্র ও আর একটি আংশিকভাবে কোলকাতা দক্ষিণ লােকসভা কেন্দ্র।

বিধানসভা কেন্দ্র : বিধানসভা কেন্দ্র রয়েছে ১১টি, এগুলি হল –

  • চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র,
  • এন্টালি বিধানসভা কেন্দ্র,
  • জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র,
  • শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র,
  • মানিকতলা বিধানসভা কেন্দ্র,
  • কাশিপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র,
  • কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র,
  • ভবানীপুর বিধানসভা কেন্দ্র,
  • রাসবিহারী বিধানসভা কেন্দ্র ও
  • বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র।

ভূ-প্রকৃতি


পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা কোলকাতা জেলা নিম্ন গাঙ্গেয় ব-দ্বীপের অন্তর্ভুক্ত হুগলি নদীর পূর্ব তীরের এলাকাগুলি নিয়ে গঠিত। দক্ষিণবঙ্গের পলল সমভূমির উপর অবস্থিত এই জেলার একটি বড়াে অংশ জলাভূমি থেকে পুনরুদ্ধারকৃত জমি নিয়ে গঠিত।

নদ-নদী


কোলকাতা জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হল হুগলি নদী।

হুগলি নদী (Hooghly River, Kolkata)
হুগলি নদী (Hooghly River, Kolkata)

জলবায়ু


কোলকাতা জেলার জলবায়ু গ্রীষ্মমন্ডলীয় আর্দ্র-শুষ্ক জলবায়ুর অন্তর্গত। এই জেলার গ্রীষ্মকাল গরম এবং আর্দ্র, শীতকাল হালকা ঠান্ডা এবং আরামদায়ক। এই জেলার বার্ষিক গড় তাপমাত্রা হল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং রেকর্ড অনুযায়ী এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার বার্ষিক গড় আপেক্ষিক আর্দ্রতা ৬৯ শতাংশ।

দক্ষিণ-পশ্চিম গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের শাখা দ্বারা আনা বৃষ্টি এই জেলার উপর আঘাত হানে, যা এই জেলার ১,৮৫০ মিমি গড় বার্ষিক বৃষ্টিপাতের বেশীরভাগই সরবরাহ করে। কোলকাতা জেলা বেশ কয়েকবার ঘুর্ণিঝড় দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছিল। এর মধ্যে অতি সম্প্রতি ঘটে যাওয়া ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা এবং ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্ফান বিপর্যয়কর বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত এনে কোলকাতার ব্যাপক ক্ষতি করেছিল।

দূষণ


কোলকাতা জেলার একটি বড়াে উদ্বেগের বিষয় হল দূষণ। শহরের মারাত্মক বায়ু দূষণের কারণে ফুসফুসের ক্যান্সারের মতাে দূষণ-সম্পর্কিত শ্বাসকষ্টজনিত ব্যাধি বেড়েই চলেছে।

অর্থনীতি


কোলকাতা জেলার অর্থনীতি মূলত শিল্প, চাকরী ও ব্যবসা-বাণিজ্যের উপর নির্ভরশীল। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, কোলকাতা জেলার জনসংখ্যার ৩৯.৯৩% মানুষ শ্রমিক শ্রেণী এবং বাকি ৬০.৭% মানুষ অ-শ্রমিক শ্রেণীর অন্তর্ভুক্ত। জীবিকা নির্বাহে এই জেলায় বসবাসকারী মানুষদের মধ্যে কেউ সরকারী কর্মচারী, পৌরসভার কর্মচারী, শিক্ষক, কারখানার কর্মী, বাগান শ্রমিক, আবার কেউ যুক্ত ব্যবসা, বাণিজ্য, পরিবহন, ব্যাংকিং, খনি, নির্মাণ, রাজনৈতিক বা সামাজিক কাজ, পুরােহিত এবং বিনােদন শিল্পী হিসাবে।

ভাষা


কোলকাতা জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা হল বাংলা। তবে এই জেলায় হিন্দি, উর্দু, ওড়িয়া, গুজরাটি, মারােয়ারি প্রভৃতি আরাে অন্যান্য ভাষাও প্রচলিত।

শিক্ষা


কোলকাতা জেলার মােট সাক্ষরতার হার ৯৮.৬৭ শতাংশ। এই জেলার উল্লেখযােগ্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান হল –

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটি,
  • ইউনিভার্সিটি অফ ক্যালকাটা,
  • যাদবপুর ইউনিভার্সিটি,
  • রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি,
  • আলিয়া ইউনিভার্সিটি,
  • বেথুন কলেজ,
  • সিটি কলেজ,
  • আশুতােষ কলেজ,
  • বিদ্যাসাগর কলেজ,
  • মেডিক্যাল কলেজ কোলকাতা,
  • ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ইত্যাদি।

পরিবহন ব্যবস্থা


কোলকাতা জেলার পরিবহন ব্যবস্থা অনেক উন্নত। উন্নত সড়কপথ ছাড়াও এই জেলায় রয়েছে রেলপথ, মেট্রো ও আকাশপথের ব্যবস্থা। এই জেলার কয়েকটি উল্লেখযােগ্য রেলওয়ে স্টেশন হল শিয়ালদা রেলওয়ে স্টেশন, কোলকাতা রেলওয়ে স্টেশন, দম দম জংশন রেলওয়ে স্টেশন, বালিগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন ইত্যাদি। এই জেলার বিমানবন্দর নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা দমদমে অবস্থিত।

শিয়ালদা রেলওয়ে স্টেশন (Sealdah Railway Station, Kolkata)
শিয়ালদা রেলওয়ে স্টেশন (Sealdah Railway Station, Kolkata)

খেলাধুলা


কোলকাতা জেলার সবচেয়ে জনপ্রিয় খেলা হল ফুটবল ও ক্রিকেট। ভারতের প্রাচীনতম ফুটবল সংস্থা ভারতীয় ফুটবল অ্যাসােসিয়েশন এই জেলায় অবস্থিত। মােহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মহামেডান স্পাের্টিং ক্লাবের মতাে দেশের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলির আবাসস্থল কোলকাতা জেলা। ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন এই জেলায় অবস্থিত। ভারতের সবচেয়ে বেশী আসনসংখ্যা বিশিষ্ট বহুমুখী ব্যবহারযােগ্য স্টেডিয়াম বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন কোলকাতা জেলাতেই অবস্থিত।

ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম (Eden Gardens Cricket Stadium, Kolkata, West Bengal)
ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম (Eden Gardens Cricket Stadium, Kolkata, West Bengal)

বিশিষ্ট ব্যক্তি


কোলকাতা জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন –

  • রবীন্দ্রনাথ ঠাকুর : গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, নােবেলজয়ী, ভারতের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর হলেন একজন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছােটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
  • স্বামী বিবেকানন্দ : ইউরােপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বেদান্ত ও যােগ দর্শনের প্রচারক, বীর সন্ন্যাসী এবং রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা।
  • দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ : একজন বাঙালি আইনজীবী রাজনীতিবীদ, স্বাধীনতা সংগ্রামী কবি ও লেখক।
  • সুকান্ত ভট্টাচার্য : বাংলা সাহিত্যের মাকর্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
  • সুকুমার রায় : একজন বাঙালি শিশুসাহিত্যিক এবং ভারতীয় সাহিত্যে ‘ননসেন্স ছড়া’র প্রবর্তক।
  • সত্যজিৎ রায় : অস্কার পুরুষ্কারপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক।
  • উত্তম কুমার : বাংলা চলচ্চিত্র জগতে মহানায়ক নামে পরিচিত একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযােজক এবং পরিচালক।
  • সৌরভ গঙ্গোপাধ্যায় : দাদা, মহারাজ এবং প্রিন্স অফ কলকাতা নামে খ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। – প্রমুখ।

দর্শনীয় স্থান


কোলকাতা জেলার কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থান হল –

  • ভিক্টোরিয়া মেমােরিয়াল

ভিক্টোরিয়া মেমােরিয়াল হল পশ্চিমবঙ্গের কোলকাতায় অবস্থিত রাণী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। আগাগােড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কোলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।

ভিক্টোরিয়া মেমােরিয়াল (Victoria Memorial, Kolkata District)
ভিক্টোরিয়া মেমােরিয়াল (Victoria Memorial, Kolkata District)
  • ইন্ডিয়ান মিউজিয়াম

কলকাতার চৌরঙ্গীতে অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর হল ভারতের বৃহত্তম জাদুঘর এবং বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর।

ইন্ডিয়ান মিউজিয়াম (Indian Museum, Kolkata District)
ইন্ডিয়ান মিউজিয়াম (Indian Museum, Kolkata District)
  • আলিপুর চিড়িয়াখানা

কলকাতার একটি প্রধান পর্যটনকেন্দ্র আলিপুর চিড়িয়াখানা হল ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা। এর আয়তন ৪৫ একর।

আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo, Kolkata District)
আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoo, Kolkata District)
  • রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ

হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযােগরক্ষাকারী সেতুগুলির মধ্যে একটি অন্যতম সেতু হল রবীন্দ্র সেতু, যা পূর্বতম নামানুসারে এখনাে হাওড়া ব্রিজ নামে পরিচিত।

রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ (Howrah bridge, Kolkata District)
রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ (Howrah bridge, Kolkata District)
  • বিদ্যাসাগর সেতু

হুগলি নদীর উপর অবস্থিত ভারত তথা সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও উচ্চতম একটি ঝুলন্ত সেতু হল হাওড়া ও কলকাতা শহরের সংযােগরক্ষাকারী এই বিদ্যাসাগর সেতু।

বিদ্যাসাগর সেতু (Vidyasagar setu, Hooghly River, Kolkata District)
বিদ্যাসাগর সেতু (Vidyasagar setu, Hooghly River, Kolkata District)

এছাড়াও –

  • ইডেন গার্ডেন,
  • কালীঘাট মন্দির,
  • রাজভবন,
  • রবীন্দ্রসদন,
  • নন্দন,
  • জাতীয় গ্রন্থাগার ইত্যাদি।

ভিডিও ↴


কোলকাতা জেলার সংক্ষিপ্ত পরিচয় | About Kolkata District in Bengali –

আরো ভিডিও দেখুন

(About Kolkata District in Bengali)

তথ্যসূত্র


Gobin
Gobinhttps://bengalknowledge24.com/
I am a Content Creator on YouTube, Facebook, Instagram and Bengal Knowledge 24 Website.

আরও পড়ুন

আপনার জন্য বিশেষ নিবন্ধ